আজকের ইত্যাদি দেখুন!!
লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ২৮ নভেম্বর, ২০১৫, ১২:২০:২৪ রাত
বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হলো দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নোয়াখালীর মাইজদীতে। দর্শক ধারণ ক্ষমতার কথা বিবেচনা করে মাইজদীতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মাঠটিকে ধারণ স্থান হিসেবে বেছে নেওয়া হয়।
নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস অথচ তীক্ষ নাট্যাংশ। বিউটি পার্লারের একাল/সেকাল, প্রযুক্তির অপব্যবহার, টকশো’র প্রয়োজনীয়তা, টিভি দেখায় উৎপাত, ডাক্তারের সিরিয়াল সমস্যা নিয়ে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।
দেখুন...... ইত্যাদি ২৭ নভেম্বর ২০১৫
বিষয়: বিবিধ
১৭২১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ।
আইটেমগুলোও ভাল । তবে প্রতিটা শ্লট খুব দ্রুত পার হয়ে যায় বলে অনুষ্ঠানের মজা ভালভাবে পাওয়া যায় না
মন্তব্য করতে লগইন করুন