প্লাস্টার ও ব্যান্ডেজের দিন বোধ হয় ফুরিয়ে আসছে

লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ২৯ নভেম্বর, ২০১৪, ০২:০৪:২২ দুপুর

প্লাস্টার ও ব্যান্ডেজের দিন বোধ হয় ফুরিয়ে আসছে। কারণ, যুক্তরাষ্ট্রের গবেষকরা এবার এমন একটি জেল উৎপাদনে কাজ করছেন, যা মুহূর্তেই জীবন বিপন্নকারী রক্তপাত বন্ধ করতে ও অতি দ্রুত বড় ধরনের ক্ষত সারাতে সক্ষম। অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করে জেলটি জীবন-মৃত্যুর মধ্যে গড়ে দিতে পারে ব্যবধান। ‘ভেটিজেল’ নামের এ জেলটি মারাত্মক কোন ক্ষতে প্রয়োগ করা হলে, প্রায় তৎক্ষণাৎই রক্তপাত বন্ধ হয়ে যায়। ভেটিজেল প্রয়োগের সঙ্গে সঙ্গে তা রক্তের প্লাটিলেট উপাদানসমূহের সংস্পর্শে আসে এবং প্লাটিলেটসমূহ একত্রে দৃঢ়ভাবে অবস্থান করে। অবিশ্বাস্যভাবে, ২০ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায় রক্তপাত। বিস্তারিত

বিষয়: বিবিধ

৮৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289482
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৭
অবাক মুসাফীর লিখেছেন : roktopaat na hoy bondho holo ... Har-gor venge gele ki hobe??
289525
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এটা তো ভালো খবর। আরো কত কি যে আবিস্কার হবে।
289533
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩২
ভিশু লিখেছেন : হা হা হা...এটি বেশ আগেই বের হয়েছে। কিছু মারাত্মক সাইড-ইফেক্ট আছে বলে অ্যানিমেলে (ভেট) ব্যবহৃত হতো, মানুষের জন্য মডিফাই করার চেষ্টা চলছে, এফডিএ এখনো অনুমোদন দেয়নি। সুন্দর ও উপ।।রী শেয়ারের জন্য ওন্নেক ধন্যবাদ আলোক... Happy Good Luck Rose
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৫
233201
চোরাবালি লিখেছেন : ঠিক বলেছেন। মারাত্মক সাইড ইফিকটাকে কতটা কমানো যায় সেই চেষ্টা চলছে এখন অবধি
289543
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
289582
২৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৮
হতভাগা লিখেছেন : আর্টিকেল দেখে যেটা বুঝলাম যে এই ভিটিজেল রক্তপাত বন্ধ করবে ২০ সেকেন্ডের মধ্যে , যেটা আসলেই সার্জারী বিশেষ করে ক্যাজুয়ালিটির জন্য দারুন কাজ দেবে । আর এখানে সৈন্যদের কথাই বলা হয়েছে ।

কিন্তু , এটা আসলে যে প্লাস্টার ও ব্যান্ডেজের দিন শেষ হয়ে যাবে সেটার কোন কথা আর্টিকেলে চোখে পড়লো না ।

সাধারনত , Close fracture হলে CRIF করে আর Open fracture হলে ORIF করে । ভেটিজেল ব্যবহার শুরু হলে কি এসব আর করা লাগবে না ?

অবাক মুসাফীরের সাথে একমত ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File