স্বাধীনতা তুমি
লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ১৪ আগস্ট, ২০১৪, ০২:১৯:৫৬ দুপুর
স্বাধীনতা তুমি, যৌথ
বাহিনীরহাতে গুলি ভরা গান।
স্বাধীনতা তুমি, বিজয়
দিবসে সাতহ্মীরায়ঝরে পড়া তরতাজা দশটি প্রাণ।
স্বাধীনতা তুমি, বাতি নিভিয়ে শাপল
চত্তরে আলিমওলামা খুন। স্বাধীনতা তুমি,
সিলেটের বি এন
পি নেতে ইলিয়াছআলী কে গুম।
স্বাধীনতা তুমি, পিলখানায়
ঝরে যাওয়া ৫৭অফিসার।স্বাধীনতা তুমি,
শাহবাগী ছেলে মেযেদের জঘন্যব্যাভিচার।
স্বাধীনতা তুমি, মুসলিম
দেশে নবী অবমাননা । স্বাধীনতা তুমি,
সোনার বাংলায় ভারতীয়দেরবেহায়াপনা ।
স্বাধীনতা তুমি, বিনা প্রতিদ্ধন্দীতায়
হ্মমতায়।স্বাধীনতা তুমি, নিরাপরাধ
আলিমদেরকে জঙ্গী বানানোর উপায়।
বিষয়: সাহিত্য
৮৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন