জামায়াতে ইসলামীর বদান্যতা
লিখেছেন লিখেছেন ফারুক এহসান ১৯ জানুয়ারি, ২০১৪, ০৭:১১:৪১ সকাল
আজ আমাদের নেতারা যদি আওয়ামী লীগ কে মেনে নিত
তাহলে তারা খুবই আরাম আয়েসে দিনযাপন করতেন। আজ
ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতি জেইলে ৫৩ দিন
রিমান্ডে অনেক কষ্ট সহ্য করছে। তিনি ইচ্ছা করলেই
আওয়ামী লীগ কিংবা ভারতীয় আধিপত্যবাদ
বিরোধী আন্দোলন এর
ঘোষনা না দিয়ে ঘরে বসে সরকারের নানাবিধ সুযোগ-
সুবিধা ভোগ করতে পারতেন। আজ এরশাদ যেভাবে মামলার
ভয়ে পোল্ট্রি মেরে সুযোগ সুবিধা ভোগ করে নিজামি,
সাইদী, দেলোয়ার হোসেন ভাইরা ইচ্ছা করলেই সে সুযোগ
ভোগ করতে পারে। নির্বাচনের নামে নাটক এর আগে আব্দুল
কাদের মোল্লা (রহঃ) এর শাহাদাত এর
মাধ্যমে একটা বার্তা পাঠালো আমাদের নেতৃবৃন্দ এর
কাছে তোমরা এই নাটকে অংশ নাও নাহলে এই পরিনতিই
তোমাদের হবে। কিন্ত তারপরেও তারা ফাসিকেই
বেছে নিয়েছেন। অন্যান্য দলের সাথে ইসলামী আন্দোলন
এর পার্থক্য বোধহয় এখানেই। আমাদের নেতৃবৃন্দ
আগে নিজেরা মৃত্যুর মুখোমুখি দারিয়ে তারপর
আমাদেরকে আন্দোলন এর দিকে ঠেলে দিয়েছেন। আর
তারা আমাদের চেয়ে অনেক খারাপ বিপদের সম্মুখীন
হয়ে আমাদের কে ছোট বিপদের জন্য ঠেলে দিয়েছেন।
সে জন্যেই আমাদের নেতাকে আমরা এতটা ভালো বাসি।
তারা নিজেরা মৃত্যুর সামনে দাড়িয়ে তারপর আমাদের
আহব্বান করছেন। এটাই ইসলামী আন্দোলন এর বৈশিষ্ট্য
বিষয়: বিবিধ
১৪০১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাই ইসলামী আন্দোলন এর বৈশিষ্ট্য
"অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।" বাক্বারাহ -১৫৫
জাযাকাল্লাহু খায়রান
মন্তব্য করতে লগইন করুন