[u][b]ছবির পার্থক্য ২ [/b][/u]
লিখেছেন লিখেছেন হতভাগা ১৯ জানুয়ারি, ২০১৪, ০৯:১২:৫৯ সকাল
একই রকম দেখতে দুটি ছবির মধ্যে উপরেরটিট সাথে নিচেরটির মোট ৯ টি পার্থক্য আছে ।
চেষ্টা করে দেখুন পার্থক্যগুলো ধরতে পারেন কি না ।
বিষয়: বিবিধ
১৩৭১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব কঠিন না কিন্তু !
২, উপরে বামের ছেলেটির জামা পরিস্কার নিচের জনের জামা ময়লা।
৩, উপরে ডানে গাছ ৩টা নিচে ২টা।
৪, উপরে ডানে পাখি ৩টা নিচে ২টা।
৫, উপরে বামের ছেলেটির হাতে কিছু নেই নিচের ছেলেটির হাতে রেঞ্চ।
৬, উপরে বামের ছেলেটির হাতের সামনের দিকে গাড়িতে কোন পুচকে লাইট নেই নিচে আছে।
৭, নিচের গাড়িটির নেমপ্লেটের ডানে একটা জয়েনটাইপের কিছু আছে উপরেরটায় নাই।
৮, উপরের ডানের ছেলেটির হাতের জিনিসটির মাঝে গাড়ো রং নিচেরটা হালকা।
৯, উপরের গাড়িটির নেমপ্লেটের উপরের লোহাগুলো ডান-বাম
নিচেরটি চতুর্ভুজ আকার।
০ ৬ নং এ ডান বাম গুলিয়ে ফেলেছেন ৫ নং টার ছেলেটি যদি বামের হয়
০ ''৭, নিচের গাড়িটির নেমপ্লেটের ডানে ( বামে হবে : ৫ নং টার ছেলেটি যদি বামের হয় )একটা জয়েনটাইপের কিছু আছে উপরেরটায় নাই।''
''৮, উপরের ডানের ছেলেটির হাতের জিনিসটির মাঝে গাড়ো রং নিচেরটা হালকা।''
০ এইটা আমার চোখে পড়ে নাই । ঠিকই তো বলছেন !
বাকীগুলো মনে হয় ঠিকই আছে
০ ৬ নং এ ডান বাম গুলিয়ে ফেলেছেন ৫ নং টার ছেলেটি যদি বামের হয়
০ ''৭, নিচের গাড়িটির নেমপ্লেটের ডানে ( বামে হবে : ৫ নং টার ছেলেটি যদি বামের হয় )একটা জয়েনটাইপের কিছু আছে উপরেরটায় নাই।''
''৮, উপরের ডানের ছেলেটির হাতের জিনিসটির মাঝে গাড়ো রং নিচেরটা হালকা।''
০ এইটা আমার চোখে পড়ে নাই । ঠিকই তো বলছেন !
বাকীগুলো মনে হয় ঠিকই আছে
ছবিটা কপি-পেস্ট করে নিয়ে তাতে তীর চিন্হ বা গোল চিন্হ করে এডিট করে রেসপনস দিলে সুন্দর হয় ।
খুব কঠিন না কিন্তু !
নয়টি রং দিয়ে আলাদা করে দিলাম। এবার কি দিবেন পুরস্কার?
আমার তো ৯ টা না , ১০ টা অমিল আছে বলে মনে হল ।
মন্তব্য করতে লগইন করুন