মাওলানা মওদুদী এর ব্যপারে জামায়াতের দৃষ্টিভঙ্গি-১

লিখেছেন লিখেছেন ফারুক এহসান ১৯ জানুয়ারি, ২০১৪, ১০:০৭:৫৫ রাত

নিজের ব্যপারে মাওলানা মওদুদীর অবস্থান "

পরিশেষে একটি কথা পরিষ্কার করে দিতে চাই। ফিকাহ ও

ইলমে কালামের বিষয় এ আমার নিজস্ব

একটি তরিকা রয়েছে। আমার ব্যক্তিগত অনুসন্ধান গবেষণার

ভিত্তিতে আমি এটি নির্ণয় করেছি। গত আট বছর

যারা "তারজামানুল কুরআন পাঠ করেছেন

তারা একথা ভালোভাবেই জানেন। বর্তমান এ এই সংগঠনের

আমীরের পদে আমাকে অধিষ্ঠিত করা হয়েছে। কাজেই

একথা পরিষ্কার ভাবে বলে দিতে হচ্ছে যে ফিকাহ ও

ইলমে কালামের

ব্যপারে ইতিপূর্বে আমি যা লিখেছি এবং ভবিষ্যৎ এ

যা লিখবো অথবা বলবো তা জামায়াতে ইসলামীর

আমীরের ফয়সালা হিসেবে গন্য হবে না।বতং হবে আমার

ব্যক্তিগত মত। এইসব বিষয়ে আমার ব্যক্তিগত রায়

কে জামায়াত এর অন্যান্য আলেম বা গবেষক দের উপর

চাপিয়ে দিতে আমি চায়না। এবং আমি এও চাই

না যে জামায়াত এর পক্ষ থেকে আমার উপর এমন সব বিধি-

নিষেধ আরোপ করা হবে যে যার ফলে ইলমের ক্ষেত্রে,

আমার গবেষণা করার এবং মতামত প্রকাশের

স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হবে। জামায়াতের সদস্য দের

কে আমি আল্লাহ র দোহাই দিয়ে অনুরোধ করছি যে, ফিকাহ

ও কালাম শাস্ত্র সম্পর্কিত আমার কথাকে আপনারা কেউ

অন্যের সম্মুখে প্রমান স্বরুপ পেশ করবেন না। অনুরুপ

ভাবে আমার ব্যক্তিগত কার্যাবলী কেও

যেগুলো কে আমি নিজের অনুসন্ধান ও গবেষণার পর জায়েয

মনে করেছি অন্য কেউ যেন প্রমান স্বরুপ গ্রহন না করে।

এবং নিছক আমি করেছি বলেই যেন বিনা অনুসন্ধান এ তার

অনুসারী না হন। এ ব্যপারে প্রত্যেকের পুরণ

স্বাধীনতা রয়েছে। উপরন্তু এ ব্যপারে আমার বিপরীত মত

পোষন করার এবং নিজেদের মত প্রকাশের

স্বাধীনতা প্রত্যেকের রয়েছে" - (জামায়াতে ইসলামীর

কার্যবিবরনী-১ম খন্ড। ২৮ পৃষ্টা)

বিষয়: বিবিধ

২২৬১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164574
১৯ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৫
সঠিক ইসলাম লিখেছেন : জাঝাকাল্লাহ !
১৫ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৬
143244
ফারুক এহসান লিখেছেন : জাজাকাল্লাহ
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০০
143350
সঠিক ইসলাম লিখেছেন : next part ?
১৫ মার্চ ২০১৪ রাত ১১:০০
143478
ফারুক এহসান লিখেছেন : সময় না পাওয়ার কারনে লিখতে পারছি না। কয়েকদিন এর মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ
164701
২০ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪৮
প্যারিস থেকে আমি লিখেছেন : তিনি যে একজন ইসলামিক নেতা।
১৫ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৭
143245
ফারুক এহসান লিখেছেন : অবশ্যই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File