প্রসংগ : ভাতের প্লেটে পুলিশের লাথি এবং ক্রিকেট বিশ্বের 'তিন জমিদার' !!!
লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ২৩ জানুয়ারি, ২০১৪, ০২:২১:২১ দুপুর
আগে জানতাম যে,ভাত খাবার সময় নাকি পুলিশেও ধরে না।অথচ বর্তমান সরকারের 'ডিজিটাল' শাসনামলে,ভাত খাবার সময় পুলিশ 'ভাতের প্লেটে' লাথি মারে !
তাও আবার একজন বয়োবৃদ্ধের ভাতের প্লেটে !!
বিস্তারিত পড়ুন নীচের লিংকে....
"বধ্যভূমি সাতক্ষীরায় বিএনপি নেতার বাড়িতে ভাংচুর লুট : বৃদ্ধের হাতে থাকা ভাতের প্লেটটি লাথি মেরে উঠানে ফেলল পুলিশ"!
http://www.amardeshonline.com/pages/details/2014/01/23/233218
ক্রিকেট বিশ্বকে আগ্রাসী থাবার মাধ্যমে ক্ষত-বিক্ষত করে, নিজ স্বার্থ হাসিল করতে চায় আধিপত্যবাদী শক্তি ।আর এটা করতে পারলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ।অথচ এ ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে, বর্তমান সরকারে 'অতি প্রিয়' বন্ধু ভারত।
বিস্তারিত পড়ুন নীচের লিংকে...
"ক্রিকেট বাঁচাতে ‘তিন জমিদারের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: ফিকা"|
http://www.m.rtnn.net//newsdetail/detail/4/50/76954
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল খবর যে সাউথ আফ্রিকা সহ অন্যান্য প্রজারা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে ।
ওদের ৩ জনের বিপরীতে প্রজারা ৭ জন । ঠিক মত প্রতিবাদ করলে এই আজগুবি নিয়ম আলোর মুখ দেখবে না ।
ক্রিকেটকে ঔপনিবেশিকতার বেড়াজালে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এই ৩ দেশ ।
এরা বাকী দেশগুলোকে এখনও নিজেদের অধীন মনে করে । খেলাকেও তারা রাজনীতির মধ্যে নিয়ে এসেছে ।
মন্তব্য করতে লগইন করুন