'বিরোধীদল নির্মূল' অভিযানের ধারাবাহিকতায় আরো "দুটি খুন" ।

লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ২০ জানুয়ারি, ২০১৪, ০৩:১৭:১৯ দুপুর

'বিরোধীদল নির্মূল' অভিযানের ধারাবাহিকতায় আরো দুটি খুন ।

এভাবে চলতে থাকলে বিরোধীদল নির্মূলে আওয়ামী সরকারের খুব বেশী দিন লাগবে বলে মনে হয়না।এত কিছুর পরেও পশ্চিমা বিশ্ব যেমন নীরব,তেমনি নীরব সুলতানা কামাল নামক মানবাধিকার নেত্রী ও তার সহযোগীরা।একই সাথে নীরব প্রগতিশীলতার 'সাইনবোর্ড' লাগানো সরকার সমর্থক, ভারতীয় দালাল মিডিয়া।

হায়রে গণতন্ত্র !হায়রে জন্মভূমি!!

"নূরের গাড়িবহরে হামলা মামলার আসামি ছাত্রদল নেতাকে হত্যা"|

http://www.m.rtnn.net//newsdetail/detail/1/4/76793

"যৌথবাহিনীর গুলিতে মেহেরপুর জেলা জামায়াত সেক্রেটারি নিহত"|

http://www.m.rtnn.net//newsdetail/detail/1/4/76786

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164859
২০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৬
আবরণ লিখেছেন : বিরোধী দল নির্মূলের ঘোষণা দিয়েই ওরা মাঠে নেমেছে। আওয়ামী গনতন্ত্রে বিরোধি দল হবে এরশাদ মার্কা, কাজী ফিরোজ রশীদ মার্কা। যাদের কাজই হবে শেখ হাসিনার পিছে পিছে একান্ত পোষা প্রানীর মত ঘুরে বেড়াবে আর জি হুজুর, জি হুজুর করে মুখে ফেনা তুলে ফেলবে।
164991
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৪
তায়িফ লিখেছেন : যান বিরোধীদলীয়নেত্রীকে একটা পান দেন। আর বলেন জামাত ছেড়ে অহিংস আন্দোলন করতে তাহলে নোবেল প্রাইজটা পেয়ে যাবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File