"টুডে ব্লগ"-এ ৩০ দিন এবং আমার ব্লগ জীবনের অজানা কথা (আমার দেশ,মাহমুদুর রহমান এবং শাহবাগ প্রসংগ সহ)

লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ১৫ জানুয়ারি, ২০১৪, ০৯:০৮:০৩ রাত

'টুডে ব্লগ'-এর একজন ব্লগার হিসেবে পথ চলতে চলতে পৌঁছে গেছি ৩০-তম দিনে।তাই মাসপূর্তির এ মহেন্দ্রক্ষণে 'টুডে ব্লগ' সংশ্লিষ্ট সকলকে এবং সম্মানিত ব্লগার বন্ধুগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

এবার ব্লগ জীবনের কিছু কথা...

আমি সর্বপ্রথম ব্লগিং শুরু করি 'সোনার বাংলাদেশ' ব্লগে।(এখানে আমার ব্লগ ঠিকানা http://www.sonarbangladesh.com/blog/HMSAGAR)কিন্তু শাহবাগীদের ফ্যাসিবাদী দাবির কারণে মহাজোট সরকার বন্ধ করে দেয় সোনার বাংলাদেশ ব্লগ ।হোচট খায় আমার ব্লগ জীবন।কিন্তু দমে যেতে বা থেমে থাকতে রাজি নই।তাই নতুন ঠিকানার জন্য যাই 'আমার ব্লগ'-এ।(এখানে আমার ব্লগ ঠিকানা

http://amarblog.com/blogs/SAMUDRO)

কিন্তু অভাগা যেদিকে তাকায়,সেদিক শুঁকিয়ে যায়।মজলুম সম্পাদক মাহমুদুর রহমান এবং 'আমার দেশ' নিয়ে লেখার খেসারত হিসেবে,ব্লগ কর্তৃপক্ষ BLOCK করে দেয় আমাকে।আবারো হোচট খেলাম।এবারো দমে না গিয়ে নতুন ঠিকানা করে নিই 'বিসর্গ' ব্লগে।(এখানে আমার ঠিকানা

http://www.bishorgo.com/blog/1048) এ ব্লগে এখন অবধি নিয়মিত লিখছি।কিন্তু ব্লগটির পরিসর তুলনামূলক ছোট, তাই বৃহত্‍ পরিসরে নিজেকে যাচাই করতে আশ্রয় নেই 'টুডে ব্লগ'-এ।

জানিনা, নতুন এ আশ্রয় দীর্ঘস্থায়ী হবে কিনা ?তবে আমার লেখনীর সবটুকু শক্তি দিয়ে হলেও,স্থায়ী হতে চাই মাতৃভাষার এ শীর্ষ ব্লগে।আশা করি,সকলের শুভাশীষ পেয়ে কৃতজ্ঞ থাকার সুযোগটুকু অন্তত পাব - ইনশাহ্আল্লাহ ।

'টুডে ব্লগ' সংশ্লিষ্ট সকলকে এবং 'ব্লগার' বন্ধুগণকে আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা সহ আল্লাহ হাফেজ ।

শুভ হোক অনাগত আগামী ।

বিষয়: বিবিধ

১৩৯৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162912
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৯
সকাল সন্ধ্যা লিখেছেন : তিরিশ দিনের এই পথ চলা আপনার যেন যুগ যুগ ধরে চলতে থাকে এই কামনা করছি।
163003
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:০২
শেখের পোলা লিখেছেন : টুডে ব্লগ একটি সহনশীল ব্লগ, আপনাকেও সহনশীল হতে হবে৷ ধন্যবাদ৷
163661
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১০
সমুদ্র হাওলাদার লিখেছেন : মিস্টার "শেখের পোলা",
অসহিষ্ণুতার কিছু পেলেন কী ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File