প্রসংগ : জংগিবাদ এবং সরকারি প্রচারণা

লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ০৮ জানুয়ারি, ২০১৪, ১০:৫৪:৪৪ সকাল

ইদানিং জংগি বিষয়ে আওয়ামীলীগ এবং মহাজোট সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন ।এ বিষয়ে তারা জামায়াতে ইসলামীকে জংগি হিসেবে চিত্রায়নের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে জংগি কারা ?আর এ জংগিবাদের পৃষ্ঠপোষকই বা কারা?

প্রকাশ্য দিবালোকে নীরিহ দর্জি দোকানি,সংখ্যালঘু সম্প্রদায়ের বিশ্বজিতকে যারা টিভি ক্যামেরার সামনে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করলো;তারা কী জংগি নয়?

নারায়ণগঞ্জের ত্বকীকে নির্মম নির্যাতনের মাধ্যমে যারা হত্যা করল, তারা কী জংগি নয়?

কিন্তু এসব নিকৃষ্ট খুনিদের সেকুলারপন্থীরা জংগি বলতে রাজি নয় ।কারণ এরা সবাই আওয়ামীলীগ বা সরকার সমর্থক,কাজেই এরা জংগি হতে পারে কী?

বাংলাদেশে এখন আওয়ামীলীগ বা মহাজোট সরকারের বিরোধীতা করা বা আন্দোলন করার অর্থই কী জংগিবাদ ?এসব প্রশ্নের কোন সঠিক জবাব আছে কিনা জানা নেই।হয়ত আছে হয়ত নেই।

বিষয়: বিবিধ

১৭৪৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160324
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৯
সাইদ লিখেছেন : আওয়ামিলীগকে আরোও নিকৃস্ট খেলার সুযোগ করে দেওয়া উচিত।বিশ্ব ইতিহাসে মানুষ যেনো ফেরাউন হিটলারের কথা ভুলে যায় এই আওয়ামিলীগের কারণে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File