...মা তোমার জন্য...
লিখেছেন লিখেছেন আকাশদেখি ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:২১:৪১ বিকাল
কত দিন তোমাকে দেখি না, বলতে পার? রোজ সকালে ঘুম থেকে উঠেই মনে মনে বলি অবশ্যই দেখা করব...কিন্তু কি ভাবে? এই শহুরে-যান্ত্রিক জীবনটা একদম-ই ছাড় দিতে চায় না...জানো তোমার কথা ভেবে ভেবে প্রচন্ড কান্না পায়। তোমার আদরের এই বাবুটা আজ অনেক কিছু করতে পারে, আগে যেখানে সহজ কাজ গুলো করার জন্য তোমার জন্য অপেক্ষা করতে হত, কিন্তু এখন অনেক কঠিন কাজ সহজেই করে ফেলতে পারে...দেখেছ সময় আমাকে কোথায় নিয়ে গেছে....
তোমার দেখানো স্বপ্ন গুলো আজও আমায় বাঁচিয়ে রেখেছে, ঐ স্বপ্নগুলোর মাঝে রং মিশিয়ে আরও রঙ্গীন করে তুলি, আবার নতুন করে বোনা শুরু করি, স্বপ্ন গুলোইতো আমায় বাচিয়ে রেখেছে...আমায় নিয়ে তোমার দেখা স্বপ্নগুলো যে আমার পূরণ করতেই হবে।
জানো, তোমায় দেখার জন্য বুকের ভেতর যে নদীটা আছে তা খরায় পুড়ে মরে যায়, কিন্তু মাঝে মাঝে যখন মনে হয় এতো আর কিছুদিন পরেই তোমায় দেখতে পাব তখন যেন খরস্রোতা ঢেউয়ের তালে দুলে ওঠে।
মা জানো,খুব অধির হয়ে অপেক্ষা করি কবে তোমার কাছে ফিরে যাব, সেই শুভ দিনটির অপেক্ষায়....
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসাধারণ প্রতিজ্ঞা। ম্যানি ম্যানি থ্যাংকস টু রাইট
আপনার প্রতীক্ষার অবসন হোক, সে প্রতীক্ষায় থাকলাম। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন