আজকের নির্বাচনের মূল কথা

লিখেছেন লিখেছেন আকাশদেখি ০৫ জানুয়ারি, ২০১৪, ১১:৩২:৪৩ রাত

~আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ (প্রথম আলো)

~ফটোসেশনের জন্য ভোটার (প্রথম আলো)

~৩৪টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি (প্রথম আলো)

~৬৪ কেন্দ্রে একটিও ভোট পড়েনি (নয়াদিগন্ত)

~৮৮ শতাংশ ভোট পেয়ে শেখ হাসিনা নির্বাচিত (প্রথম আলো)

~বর্জনের ঘোষণা দিয়েও জিতলেন এরশাদ (প্রথম আলো)

~কুয়াশা আর শীতের কারণে ভোটার কম - মখা

~সব ভোটার সকালে ভোট দিয়ে ফেলায়, বিকেলে ভোটার উপস্থিতি কম (সাহারা)

~ভোট পড়েছে ১০ শতাংশেরও কম : ফেমা

~প্রতি ৬ সেকেন্ডে একটি ভোট পড়েছে (প্রথম আলো)

~কান ধরে ভোটারদের কাছেক্ষমা চাইলেন মহাজোট প্রার্থী নজীবুল বশর (নতুনবার্তা)

~ভোটারের থেকে সাংবাদিক বেশি (প্রথম-আলো)

~টুকুর ছেলে একাই ভোট দিলেন ৪৭৫টি (প্রথম-আলো)

~আইডি কার্ড দেখালেই ভোট নেওয়ার নির্দেশ ওসি সালাউদ্দিনের (শীর্ষ নিউজ)

~জনমেও দেহি নাই এই ভোড' (কালের কন্ঠ)

~নিজ কেন্দ্রে হারলেন টুকু (কালের কন্ঠ)

~বিশ্বনাথের কেন্দ্রেই একটি ভোটও পড়েনি (নয়া দিগন্ত)

~গত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ৯০ % ভোট পড়েছিল। এবার গড়ে ১৫% (Channel 24)

বিষয়: বিবিধ

১১১২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159551
০৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২১
আবু আশফাক লিখেছেন : কান ধরে উঠবস

ফটিকছড়ির নিশ্চিন্তাপুরে ক্ষুব্ধ ভোটারদের
রোষানলে পড়ে কানে ধরে ক্ষমা চেয়ে
উদ্ধার হয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি
আওয়ামী লীগ সমর্থিত নজিবুল বশর মাইজভাণ্ডারী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File