জঙ্গি তত্ত্ব ।।
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৭ মে, ২০১৫, ০৪:৫৫:৫৯ বিকাল
বাংলাদেশের গোয়েন্দারা জানিয়েছেন আইএস জঙ্গিদের ফাঁদে পড়ে সিরিয়া যেতে নাকি মনস্থির করেছেন ৩০২ বাংলাদেশি তরুণ-তরুণী। তাদের ১৯ জন সব ধরনের প্রস্তুতি সেরে রেডি টু গো অবস্থায় আছেন ।
বাংলা অনলাইন নিউজ গুলি এক কাঠি সরস হয়ে উপসংহার টেনেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস দেশের উচ্চ শিক্ষিত মেধাবী তরুণ-তরুণীদের টার্গেট করেই ইতিমধ্যেই মাঠে নেমে গেছে ।
নাহ !! আমাদের গোয়েন্দা আর মিডিয়া আসলেই এই জঙ্গী জঙ্গী খেলায় বেশ করিৎকর্মা। তাতে যে আন্তর্জাতিক মাসোহারা সবুজ মুদ্রায় মেলে ।
তাই ইসলামি বই থাকলেই এটা এখন জিহাদি বই । আর যার কাছে এই জিহাদি বই ই তিনি ই জঙ্গি নেতা ।
মতি,মুন্নি সাহা / নবণিতা সাংঘাতিকরা তাতে একছটাক হলুদ মিশিয়ে ব্রেকিং নিউজ করেন "জঙ্গী বইসহ জঙ্গীনেতা গ্রেফতার"।
ওদিকে আমাদের তিন মুক্তমনা খলিফা শা // মু// জা আর তাদের ভক্ত সুশীলরা তার সাথে আরো একছটাক মুক্তিযুদ্ধের চেতনা আর দুই ছটাক বিজ্ঞান মনস্ক চেতনা দিয়ে " তোমরা যারা জঙ্গি ... " নামক সাদাসিধে কল্পকাহিনী লিখে বিষয়টাকে পাকাপোক্ত ইতিহাস বানিয়ে ফেলেন ।
তারপর ... ফেসবুকে আর টকশো তে পেইড আরাফাত/ মান্নান টিয়ারা কিচিরমিচির করতে থাকেন
"বুঝলাম , এই সরকারের না হয় এক আনা দোষ আছে !!! কিন্তু দুই আনা (এক্স) মুক্তিযুদ্ধের চেতনা আর এক আনা (লেটেস্ট) নন আই এস এস চেতনা তো আছে !!! তাই এই সরকারের তো কোন বিকল্প নাই " ।
পরিশেষে...... সেই লেখা / খবর দাদা বাবুদের নিউজ ফিডে প্রসেস হয়ে পশ্চিমা মিডিয়ায় যায় ।
দাদারা তখন পশ্চিমাদের ডেকে বলে "বাপু তোদের আগেই বলেছিলাম আমাদের চোখে দেখ ; নইলে এরাও পাকি /আফগানি হবে ।"
পশ্চিমারা তখন বলেন " ঠিক, ঠিক । এই দেশে ইসলামের পোস্ট মরটেম না হলে যে বাংলা লাদেনের জন্ম হবে!!
এই দুষ্টু লাভার সরকারই থাকুক না !!! ক্ষতি কি ???
অতঃপর ২০৪১ সাল পর্যন্ত বাংলায় অসাম্প্রদায়িক সরকার সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল ।
আর সব মেন্টালি সিক রা বদি হ্যামিলিয়নের বাঁশির সুরে সাগর অভিমুখে যাইতে লাগিল ।
না গিয়েই বা কি করবে??
জঙ্গি তত্ত্বে....তখন .. উড়োপথে বৈধ ভাবে সোমালিয়া ছাড়া আর কোন দেশেই যে বং দের ঢুকার অনুমতি মেলেনা ।
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে মসজিদের দানবাক্সে ভিক্ষা দিতে ভুলে যবেন্না প্লিজ, পুঙ্গ আল্লা কিন্তু ইমাম সাহেবের বেতন/ভাতা/খানা যোগন দি্তে পারেন্না।
ধন্যবাদ।
তবে মসজিদের দানবাক্সে ভিক্ষা দিতে ভুলে যবেন্না প্লিজ, পুঙ্গ আল্লা কিন্তু ইমাম সাহেবের বেতন/ভাতা/খানা যোগন দি্তে পারেন্না।
ধন্যবাদ।
তবে মসজিদের দানবাক্সে ভিক্ষা দিতে ভুলে যবেন্না প্লিজ, পুঙ্গ আল্লা কিন্তু ইমাম সাহেবের বেতন/ভাতা/খানা যোগন দি্তে পারেন্না।
ধন্যবাদ।
Beside this post is not about ur anti Islam sentiment its about highlighting radicals in wrong way or exaggerating the thing for their own interest and causes suffering common people and NRB.
মন্তব্য করতে লগইন করুন