প্রৌঢ় বনাম বালক !!

লিখেছেন লিখেছেন ইমরোজ ০৭ মে, ২০১৫, ০৭:২৬:০৩ সকাল

প্রৌঢ়ঃ

চাচ্চু ! তোমরা কি সাতচারা, বোম বাস্টিক , টিলো এক্সপ্রেস , বউছি, দাড়িয়াবান্দা, গোল্লাছুট, মার্বেল, চোর ডাকাত বাবু পুলিশ , সুলতানা বিবি আনা কিংবা ডাংগুলি খেলাগুলো কখনও খেলেছ?

বালকঃ (অবাক হয়ে)

না তো!! আপনি খেলেছেন ?

প্রৌঢ়ঃ

অনেক, অনেকবার ।

বালকঃ

ওয়াও আঙ্কেল ! ইউ আর কুল ডুড !!!

প্রৌঢ়ঃ

এতে কুল ডুডের কি দেখলা; মিয়া ওভাল্টিন ??

বালকঃ

নাহ এই বয়সে আপনি এত কম্পিউটার গেমস খেলেন !!! বাই দা ওয়ে আমি কিন্তু একশন বেইস গেম খেলি !!

প্রৌঢ়ঃ

মিচকি হেসে ... এই গুলিতো বেশীরভাগই মাঠের খেলা । মানসিক বিকাশের এই সহজ প্রাকৃতিক খেলাগুলোর জন্য কোন ডাউনলোড লিংকের প্রয়োজন হয়না । নাহ!! তোমাদের জন্য আসলেই দুঃখ হয় ।

বালকঃ (দীর্ঘশ্বাস ফেলে )

আঙ্কেল!! আপনাদের গড়া সুউচ্চ ইটের বস্তি র কবলে পড়ে মাঠ বলতে তো আমরা তো এখন খালি স্টেডিয়ামই বুঝি !!

পৃথিবীর সেরা বাচ্চা বানানোর জন্য আমাদের কাঁধে এখন বিশাল বিশাল বস্তাভর্তি বই-খাতার বোঝা । স্কুল থেকে বেরিয়ে প্রাইভেট টিউশন; তারপর আঁকার ক্লাস, গানের ক্লাস কারো বা নাচের।

মানে সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের জ্যাম্প্যাক শিডিউল ।

আমাদের মানসিক বিকাশের ইজারা তো আপনারা অনেক আগেই কম্পিউটার , টিভি আর মোবাইলের স্ক্রিনেই দিয়ে রেখেছেন !!! এখন আর মায়া কান্নাটা নাইবা দিলেন !!

বিষয়: বিবিধ

৯৫৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318602
০৭ মে ২০১৫ দুপুর ১২:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
কম্পিটিশন এর নামে মানুষের হৃদয় থেকে উঠে যাচ্ছে মানবতা!
০৭ মে ২০১৫ রাত ০৯:০৪
259920
ইমরোজ লিখেছেন : যান্ত্রিক সভ্যতার এবং অপরিকল্পিত নগরীর বলি ।
318618
০৭ মে ২০১৫ দুপুর ০১:০২
লেন্দুপ দর্জি লিখেছেন : বালকের জন্য সহানুভূতি রইল
০৭ মে ২০১৫ রাত ০৯:০৪
259921
ইমরোজ লিখেছেন : Smug
318656
০৭ মে ২০১৫ দুপুর ০৩:৫৫
বুসিফেলাস লিখেছেন : ভালো লাগলো
০৭ মে ২০১৫ রাত ০৯:০৫
259923
ইমরোজ লিখেছেন : ধন্যবাদ ।
318726
০৭ মে ২০১৫ রাত ০৮:৫৭
আফরা লিখেছেন : খুবই বাস্তব কথা -----ধন্যবাদ ভাইয়া ।
318730
০৭ মে ২০১৫ রাত ০৯:০৬
ইমরোজ লিখেছেন : ধন্যবাদ তোমাকেও ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File