দি রেসিপি !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ০৯ ডিসেম্বর, ২০১৪, ১২:১০:৫১ দুপুর
ফেবুতে নানা বন্ধুর পোষ্টে কিংবা বিভিন্ন খাই দাই গ্রুপের মজার মজার খাবার আইটেম দেখে, প্রায়ই কি আপনার জিহ্বায় লোল আসে ?
দীর্ঘশ্বাস ফেলে কি ভাবেন আহ যদি রান্নাটা জানতাম .... :'( :'( ???
তাহলে আর নয় ভাবনা !!!! আপনাদের কথা ভেবেই আমার এই নীচের রেসিপিটি । তাই আর দেরী না করে ঝটপট এই রেসিপিটি শেয়ার করে ফেলুন !!!
এই এক রেসিপি দিয়ে আপনি প্রায় সব আইটেমই ম্যানেজ করে ফেলতে পারবেন !! নাহ! নাহ! ঠিকই শুনেছেন ; দিস মিঃ আবুল ডাস নট টেল লাই এনিমোর !!!
ছবির এই পটল ভাঁজির কথাই ধরুন ।
কি খেতে ইচ্ছে করছে !! কুন সমস্যা নাই । নীচের রেসিপিটি অনুসরণ করুন ! o.O
১) খুব সকালে গিন্নি ঝামটা দেয়ার আগেই বাজারের ব্যাগ নিয়ে সুড়সুড় করে বেরিয়ে পড়বেন। তারপর কাঁচামাল (পটল ) খুঁজে বের করুন...কিনার সময় খেয়াল রাখবেন যেন অতিরিক্ত পানি দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে না রাখে...।
২)বাসায় আসার আগে একটু পানি হাতে মুখে ছিটিয়ে দিন... গিন্নির সাথে দেখা হতেই অযথা কিছুক্ষণ হম্ভিতম্ভি করেন...মুল সারাংশ বাজার করার কষ্টে আপনি পেরেশান.........।
৩) তারপর মিষ্টি একটা ডাক দিয়ে গিন্নিকে এই পটল ভাঁজির ছবিটা দেখিয়ে বলবেন ...দেখছ কি বিশ্রি লাগছে দেখতে ???......তুমি ভাঁজলে এইসব রাঁধুনিরা ভাত ই পাবেনা...
৪) তারপর আস্তে করে নিজ ঘরে ঢুকে এফ বি তে চিংমিং করেন।
৫) ৩০ মিনিট পর ডাইনিং টেবিলের দিকে বীর দর্পে এগিয়ে যান......দেখবেন এই মেনুর লাইভ ছবি আপনার ডাইনিং টেবিলে...।। একটা পুতুপুতু লাজুক হাসি দিয়ে গিন্নিকে জিজ্ঞেশ করুন... গরম ভাতটা !!!!!
পুনশ্চঃ
অবিবাহিতরা গিন্নির জায়গায় মা/আপা/ভাবি/ খালাম্মা (যেই জায়গায় যেইটা কাজে লাগে আরকি ) পড়ুন ।
আর সেই সাথে রেসিপি পুরোপুরি কাজে লাগাতে, ঘরের আনাচে কানাচে নবজাতক শিশুর ছবি লাগাতে শুরু করুন !!!
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর সেই সাথে রেসিপি পুরোপুরি কাজে লাগাতে, ঘরের আনাচে কানাচে নবজাতক শিশুর ছবি লাগাতে শুরু করুন ।
বরং কবর এর ছবি লাগান উচিত।
পটল তো তুলবেনই!!!
মন্তব্য করতে লগইন করুন