পরকালের সুখ পুলক!?

লিখেছেন লিখেছেন রায়হান রহমান ০৯ ডিসেম্বর, ২০১৪, ১১:২৩:৫২ সকাল



সমগ্র পাক কোরাণ জুড়ে মানুষকে বারবার আগুনের ভয়ভিতী এবং বেহেস্তের লোভ লালসা দেখানো হয়েছে। ঘুড়েফিড়ে একই প্যাচাল, দোজগের আগুন অথবা জান্নাতের মদ-মেয়েবাজী। শর্ত মাত্র দুটি- ১। আল্লার তোষামদ, ২। মোহাম্মাদের তোষামদ। মিলে যাবে অনন্ত কালের সুখ, অনাদায়ে দুঃখ। মাত্র ৬০-৭০ বড়জোড় ৮০ বছর মাটিতে মাথা ঠুকাঠুকি করে যদি কোটি বছরের জন্য মদ-মেয়ের ফূর্তিবাজী এবং খেজুর-মধু-দুধ বিনে পয়সায় মিলে যায়, মন্দ কি।

কিন্তু পর জীবনের সমগ্র বিষটিতে একটি মারাত্মক ঘাপলা বিদ্যমান। যিনি পরকালে এত সুখ পুলক দেয়ার ওয়াদা করেছেন সেই তিনি ইহকালে একটি ক্ষুদার্ত শিশুকে একবেলা ডালভাত দেয়ার ক্ষমতা দেখাতে পারেন্না। ঘাপলা এখানেই। এর উত্তর কারো কাছে আছে কি??

বিষয়: বিবিধ

১৫৭২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292650
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনি মিথ্যা ও একচোখা পোষ্ট দিয়েছেন। আপনার জিনগত বৈশিষ্ট্যের কারনেই হিংসা ও বিদ্ধেষ ছড়ানো লক্ষ্য ঠিক করা ছিল। তাই কানা মানুষের মত রংয়ের সমালোচনা করলেন।

আল্লাহ তোষা্মোদ পছন্দ করেন এই কথা কোথায় জানলেন? আল্লাহ চান মানুষ কৃতজ্ঞতা করতে শিখুক। তার দয়া ও দানের বর্ণনা করতে গিয়ে নিজেই কৃতজ্ঞতার অর্থে শব্দগুলো ব্যবহৃত করেছেন। সে হিসেবে বলেছেন এই শব্দ গুলো চয়ন করেছেন। কেননা এসব সম্পদ রাজী আমরা না চাইতে দিয়েছেন, কৃতজ্ঞতা করুন না করুন সেটা আপনার মর্জি। যে কৃতজ্ঞ নয় সে প্রসংশা করতে জানেনা।

তাছাড়া আল্লাহ কৃতজ্ঞতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি আমার বান্দার প্রতি কৃতজ্ঞ নয়, সে আমার প্রতিও কৃতজ্ঞ নয়'। যাদের ছবি আপনি দিলেন, তারা তো আল্লাহর কারণে এমনটি হয়নি। তারা জুলুম আর অবিচারের কারণেই্ এমন পরিস্থিতির শিকার। আপনি দেখুন।

বাংলাদেশের প্রতিবেশী হয়েছে ভারত, যার জনগন আর নেতারা কটপ, মির্থুক, হিংসুক, রূঢ়, হিংস্র। যাদের কথায় কোন আস্তা রাখা যায়না, যাদের উপর বিশ্বাস রাখাটাই মহা পাপ, তারা যা বলে বিশ্বাস করতে হবে তার উল্টোটা। যার কারণে বাংলাদেশের জনগন তাদের বিশ্বাস করতে গিয়ে পুরা জাতি প্রতারণা আর শঠতামির শিকারে পরিনত হয়েছে।

এটার জন্য দায়ী অবশ্যই আমাদের সরকার গুলো। তাদের পরিচালনার কারনে আমাদের কে একটি শৃগাল সদৃশ জাতি গোষ্টির সাথে বন্ধুত্ব করতে হচ্ছে।

সেভাবে বন্ধুত্ব করতে হচ্ছে ইস্রায়েলের পাশের মুসলিম দেশ গুলো
সেভাবে বন্ধুত্ব করছে আফ্রিকার পাশের মুসলিম দেশ গুলো।

যেহেতু মুসলিম সরকার গুলো এর কোন প্রতিকার করতে পারছেন না, তাই জনগন ক্ষেপে উঠছে এসব শৃগাল মার্কা প্রতিবেশীর দাঁত ভাঙ্গতে।

এখানে আল্লাহ ও তাঁর রাসুলদের প্রসংশা তোষামোদের কোন ব্যাপার নয়। আর আপনাদের মত খুনসুটে হিংসুটে মানুষের দরকার একটি কথা। যেটাকে কেন্দ্র করে, বাজারের চির কৃমির ঔষধ বিক্রেতার মত বাজারী মানুষকে মাতিয়ে রাখার মত প্রচেষ্টা করা। অনেক ধন্যবাদ
০৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১০
236392

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> রায়হান রহমান লিখেছেন : যিনি মৃত্যুর পর মাথায় হাতুড়ি পিটানোর ভয় দেখিয়ে মানুষের কৃতজ্ঞতা আদায়ের আস্ফালন দেখান, ঝাড়ু মারি তার কপালে।

আপনি খামাখাই ভারতের বিরুদ্ধে লেগেছেন। তাছাড়া আমি ভারতের ভক্তও নই। তবে এক মুসলমান কতৃক আরেক মুসলমানের কল্লা কাটার দৃশ্য একমাত্র মুসলিম বিশ্বেই উপভোগ করা যায়। অন্য কোথাও না।

আমি যাদের ছবি দিয়েছি তারা বুবুক্ষ মানব সন্তান। আপনার আল্লা মৃত মানুষকে গরু-ছাগলের মত দাবড়িয়ে দোজকের আগুনে নিক্ষেপ করার ক্ষমতা রাখেন ঠিকই। অথচ যাদের কারনে এই অবুঝ শিশুরা কষ্টপায় সেই দুষ্ট লোকগুলোর টিকিটিও তিনি স্পর্স করতে পারেন্না।
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৪
236570
নজরুল ইসলাম টিপু লিখেছেন : তিনি মৃত্যুর পরে হাতুড়ি পেটানোর যেভাবে ভয় দিয়েছেন, সেভাবে আরামে থাকার সু-সংবাদ ও দিয়েছেন। কিন্তু আপনি সেটা পড়বেন না কেননা পড়লে তো আপনার লক্ষ্যই পুরণ হবেনা।

ভারতের উদাহরণ দিলে বুঝতে সহজ হয়, তাই সেই উদাহরন দিচ্ছি। কেননা আপনাদের মত লিখিয়েদের দাদাদের কাছে যথেষ্ট কদর আছে। একদি তাদের দৃষ্টিতে পড়ে গেলে তাসলিমাদের মত হঠাৎ গুরুত্ব পেয়েও যেতে পারেন।

এসব অবুজ শিশুরা মুসলমানদের কারণে কষ্ট পায়না। আল্লাহর কারণে তো নয়। আপনি যে আল্লাহকে বিশ্বাসই করেন না, সে আল্লাহকে অলীক দোষ দেবার মতলব কি? আফ্রিকায় যারা হতভাগা তারা কি সবাই মুসলমান? বস্তুত এসব হতভাগা মানুষের অর্ধেকের বেশী খ্রীষ্টান।

আপনার লক্ষ্য তো খ্রীষ্টানের প্রভুর সমালোচনা নয়, আপনার একমাত্র লক্ষ্যই হল ছুতোনাথা ধরে মুসলমানদের আল্লাহকে কষে গালাগালি করা। কেননা যারা গালাগালির পরিবেশে বড় হয়, তারা কখনও সুদপদেশ শুনতে অভ্যস্থ নয়।
১১ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০০
236960

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> রায়হান রহমান লিখেছেন : ("তিনি মৃত্যুর পরে হাতুড়ি পেটানোর যেভাবে ভয় দিয়েছেন, সেভাবে আরামে থাকার সু-সংবাদ ও দিয়েছেন")

আমি আপনার কথার সাথে একমত। সত্যিকার অর্থে আপনার আল্লার চরিত্র ঠিক সন্ডাপান্ডা রংবাজের মত। ওনাকে জী হুজুর করলে মদ-মা* ফ্রী। কিন্তু জী হুজুর না করলে হাতুড়ী পিটানোর ভয় দেখান।

আর এসব শিশুরা যাদের কারনেই কষ্ট পাক না কেন, আপনার দয়াল!আল্লা সামান্য খাবার দিয়ে সেই শিশুদের কষ্ট দুর করতে পারেন্না, গোফে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন। সেই তিনি নাকি মৃত্যুর পর সব কিছু দুধের দড়িয়ায় ভাসিয়ে দিবেন! চাপাবাজির একটা লিমিট থাকা উচিত। ধন্যবাদ।
292768
০৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার রেখা পড়ে বুঝলাম আল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান অনেক কম তাই অনুরোধ করবো আরো জ্ঞান অর্জন করুন তারপর আল্লাহর সম্পর্কে মন্তব্য করুন। মানবতা দেখাতে গিয়ে আল্লাহর সাথে শরীক করবেন না। জ্ঞানার্জন করুন তারপর সমালোচনা করুন।

ধন্যবাদ আপনাকে
০৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
236393

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> রায়হান রহমান লিখেছেন : হুমম, আল্লা সম্পর্কে শুধু আপমাদের জ্ঞান গিজগিজ করে। তাই তো আল্লা বিষয়ে মুসলিমদের এত হানাহানি, মারামারি।
292929
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৫
শেখের পোলা লিখেছেন : একটা ক্ষুধার্থকে খাওয়ানোর কথা থাক, আপনাকে আজীবন খাইয়ে যাচ্ছেন এটাও তার অবিচার৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File