আল্লাহু আকবর।
লিখেছেন লিখেছেন রায়হান রহমান ২১ ডিসেম্বর, ২০১৪, ০২:৩১:২৮ দুপুর
আজ 'আল্লাহু আকবর' মানে আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা মনে আসে না।
'আল্লাহু আকবর' মানে আল্লাকে মহান বলে মনে হয় না।
'আল্লাহু আকবর' মানে আল্লাহকে আর দয়ালু মনে হয় না।
'আল্লাহু আকবর' মানে আজ চোখের সামনে ভেসে উঠে বীভৎস লাশ
মুণ্ডু কাটা গলা দিয়ে রক্তের ফিনকি
গুলিতে ঝাঁঝরা অজস্র শিশুর বুক
সারিবদ্ধ দাঁড় করিয়ে নিরীহ মানুষদের মহানন্দে খুন করা!
বোমা হামলায় বিদগ্ধ নগরী
একপাল উগ্র ধর্মান্ধের গণহত্যার উৎসব!
রক্তের বন্যাধারায় সিক্ত মৃত্তিকা!
আর হাসতে হাসতে সেই রক্তের ওপর দাঁড়িয়ে ইসলামকে বিজয়ী ঘোষণা করা......
'আল্লাহু আকবর' শব্দবন্ধটা শুনলে আঁতকে উঠি! প্রচণ্ড রকম ভয় পাই, গা শিউরে উঠে!
এই শব্দবন্ধটা উচ্চারিত হবার সাথে সাথে কত জীবন্ত মানুষ লাশ হয়ে যায়, মুহূর্তেই কতো শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এই শব্দবন্ধটা উচ্চারিত করেই পেশোয়ারে ১৩২ জন কোমলমতি শিশুকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানের ইসলামিক জঙ্গিগোষ্টী।
এই শব্দবন্ধ উচ্চারণ করে প্রতিদিন আইসিসের জঙ্গিরা মানুষ ধরে ধরে জবাই করছে।
এই শব্দবন্ধ উচ্চারণ করেই একসাথে ১৫০ যৌনজিহাদী নারীকে (তারা জঙ্গিদের বিয়ে করতে চায়নি বলে) হত্যা করে আইসিস জঙ্গিরা।
এই শব্দবন্ধ উচ্চারণ করে সৌদি আরবে নিয়মিত শিরোচ্ছেদ করা হয়।
এই শব্দবন্ধ উচ্চারণ করে কোরবানিতে বীভৎসভাবে লক্ষ লক্ষ পশুকে জবাই করার হয়।
'আল্লাহু আকবর শব্দটি একটি ভয়ংকর অমানবিক শব্দবন্ধ! এই শব্দবন্ধ দিয়ে অনেক রক্তের ইতিহাস তৈরি হয়েছে, আর না! আইন পাশ করে এই শব্দবন্ধটাকে পুরো পৃথিবীতে নিষিদ্ধ করা হোক!
বিষয়: বিবিধ
১১৮২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন