হে প্রভু , আমাদের প্রিয় মাতৃভূমির চলমান হিংসাত্মক পরিস্থিতে কুরআনের শিক্ষা পূর্ণরূপে নিজ জীবনে মেনে চলার তাওফিক দাও.....
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ১৬ মার্চ, ২০১৪, ০২:৩০:৩৫ দুপুর
ইতিহাস বলছে, সমস্ত কাফের নেতাগণ যারা হুঙ্কার দিয়েছিল বদরের মাঠে তাদের ক্ষত বিক্ষত লাশ জমিনে পড়েছিল। আর নবুওয়তি বাহিনী বিজয়ী হয়েছিল।
আজও জমিনে যাদের হুঙ্কারে কাঁপছে যেদিন, দ্বীনের দায়ীদের নির্বিচারে যারা গুলি ছুড়ছে, হত্যা করছে, এমনকি বসতবাড়ি পর্যন্ত মিশিয়ে দিচ্ছে মাটির সাথে !
ওহে জালিম, ভেবোনা তাদের যেন কেউ নেই। সাবধান ! তাদের সাথে আকাশ পৃথিবীর মালিক রয়েছেন। তিনি জালেমদের অবকাশের শেষ প্রহর নির্দিষ্ট করে রেখেছেন।
আমরা দোয়া করি এর পূর্বে তাদের চেতনা ফিরে আসুক।
আর দায়ীদেরকে সবরের কঠিন পরীক্ষায় পাস করতে হবে। কখনও সীমালঙ্ঘন করা যাবে না। নিরপরাধ কোন মানুষকে আঘাত করা হতে বিরত থাকতে হবে। আল কুরআনের শেখানো শব্দ দিয়ে মুনাজাতের হাত তুলে বলতে হবে-
َ
“প্রভু হে, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের বাড়াবাড়িকেও ক্ষমা করে দাও, আমাদের কসমকে দৃঢ় করে দাও আমাদেরকে কাফিরদের ওপর বিজয় দাও।”
হে প্রভু , আমাদের প্রিয় মাতৃভূমির চলমান হিংসাত্মক পরিস্থিতে কুরআনের শিক্ষা পূর্ণরূপে নিজ জীবনে মেনে চলার তাওফিক দাও। আমিন।
বিষয়: বিবিধ
৮৯১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন