আমি কলাগাছ, আগামী সংসদ নির্বাচনে বড়লেখা আসনে জামায়াতের বিদ্রোহী প্রার্থী, ভোটারদের দোয়া প্রার্থী।
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৬ মার্চ, ২০১৪, ০২:১৫:৩৭ দুপুর
আস্সালামু আলাইকুম। সুপ্রিয় বড়লেখা বাসী। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গতকালের নির্বাচনে জননেতা এমাদুল ইসলামের বিজয় কিভাবে ছিনিয়ে নেয়া হয়েছে। ৫টি ভোট কেন্দ্রে কমপক্ষে ৫হাজার ভোট জোর পূর্বক সিল মারা হয়েছে সুন্দর আলীর পক্ষে। এতে আমার কোন দূঃখ নাই। কারণ কুকুরের কাজ কুকুর করেছে।
কিন্তু যে বিএনপিকে ১৯৯৬ সালের পর থেকে একক ভাবে সমর্থন করে আসছে জামাত, সেই বিএনপি হঠাত করে খায়েশ উঠে নির্বাচন করার। আমাদের হাফিজ ভাই আওয়ামীলীগের সাথে আঁতাত করে গোপন লেনদেনের মাধ্যমে নিজেকে প্রার্থী ঘোষনা করে আওয়ামীলীগ বিরুধী ভোটে ভাগ বসান। গতকালের নির্বাচনে প্রমাণিত হয়েছে যে, ওখানে বিএনপির উচিত ছিল জামায়াতের প্রার্থীকে সমর্থন করার। কিন্তু তারা তা করেনি।
সুপ্রিয় বড়লেখা বাসী।
আগামী নির্বাচন অনেক দূরে। কারণ বিএনপির যে মুরগী মার্কা নেতৃত্ব, তারা পিঠ বাঁছিয়ে আন্দোলন করতে চায়। তাই তাদের বাবার সাধ্য হবেনা আওয়ামীলীগকে হঠানোর। তাই নির্বাচন হবে ৫বছর পর অথবা আওয়ামীলীগের ইচ্ছাতে। মোদ্দাকথা নির্বাচন যখনই হোক না কেন, সেই নির্বাচনে আমাদের এবাদুর রহমান সাহেবই বিএনপির নমিনেশন পাওয়ার কথা। আর সেই সুযোগে তাদের প্রধান দাবী হবে জামায়াতের সমর্থন বা ১৯ দলের একক প্রার্থী।
সুপ্রিয় বড়লেখা বাসী।
আমি আগাম ঘোষনা দিচ্ছি যে, জামায়াতে ইসলামী এই আসনে জনাব মাওলানা আমীনুল ইসলামকে প্রার্থী ঘোষনা করেছে। ইউনিয়ন, পৌরসভা, উপজেলা সব স্থানে বিএনপি জামায়াতকে সমর্থন দেয়নি। বিধায় জননেতা আমীনুল ইসলাম অথবা অন্য যে কেউ হবেন জামায়াত এবং ১৯ দলের প্রার্থী। আর যদি তা না হয়ে বিএনপির কাউকে প্রার্থী দেয়া হয়, তাহলে আমি কলাগাছ আগামী নির্বাচনে বড়লেখা আসনে জামায়াতের বিদ্রোহী প্রার্থী। আমার সম্ভাব্য প্রতীক কলাগাছ।
অতএব,
আগামী নির্বাচনে বড়লেখা আসনে জামায়াতের একক প্রার্থী চাই আর না হলে বড়লেখা বাসীর দোয়া চাই-কলাগাছে ভোট চাই।
বিষয়: রাজনীতি
২৩১৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই সমর্থন নয়, চাই প্রচার আর মটিভেশন। আর সে জন্য আপাততঃ ফেইসবুকে শেয়ার করুন।
আমাদের সিলেট দক্ষিন সুরমাতে ও এরকম একজনকে প্রয়োজন।
জামায়াতের ভাইরা কি আপনার মত এরকম সময়উপযোগী সিদ্দান্ত নিতে পারবে?
((আমি যথা সময়ে শনিবারে কাতার পৌছলাম। দোয়া করবেন। আপনার সাথে দেখা না হওয়াতে দূঃখিত))
উমরা করে এসে ভাই কলাগাছ নিয়া পড়লেন!
না জিতিলে নিপাত যাক।
বড় লেখাবাসীর হৃদয়ের স্পন্দন, আধা শিক্ষিত মানুষকে কলা গাছ মার্কায় ভোট দিন।
মন্তব্য করতে লগইন করুন