রঙবদল
লিখেছেন লিখেছেন তুনীরের শেষ তীর ১৫ অক্টোবর, ২০১৪, ১১:১৪:৪৪ রাত
আকাশরে তুই এত বড়
তবু তোর বুকে কেবল তিনটি রঙ!
আমি অতি ছোট্ট এক জীব
তবু তাতে কত রঙের মেলা!
লাল, নীল,গোলাপী, সবুজের খেলা….
তোর ঐ বিশাল বপু নীলটুকুকে জড়িয়ে রাখে
একটু তাতে দুঃখ নেই
নেইতো কোন বিষণ্ণতা!
শূণ্যবুকের ক্ষুদ্র হৃদয়
খুঁজে পায় নিঃসীম নীরবতা।
অদৃশ্য এক চিরকুটে লিখে তার ভাবনাটুকু
কল্পনারই রুমালীটা উড়িয়ে দেয় শূণ্যপানে..
সাথে থাকে ভাবুকমনের সুপ্তসকল চিন্তাটুকু।
একটির পর একটি করে
ধনুতে তার তীরটি ভরে
দেয় ছুড়ে দেয় তোর বুকে…………
এত বিশাল তবুও তোর
নীলটুকু কেন যায়না হারিয়ে?
প্রশান্ত মহাসাগরের বুকেও আছিস প্রতিবম্ব হয়ে!
তবে আমি ছোট্ট এত
আমার নীল কেন যায়না দেখা?
কেন তা অদৃশ্য ক্যানভাসেই তুলির আঁচড়?
শরৎ হাওয়া লাগলে গায়ে
দৃষ্টি আমার যায় হারিয়ে
তোর পানে,ঐ সাদা তুলাখন্ড যেন
উঁঁড়ে বেড়ায়, দৃষ্টি জুড়ায়,
শান্ত করে উদাস বাউল পথিক মনন।
কাব্যরা সব ভেসে বেড়ায়
মেঘের কোলে হেসে বেড়ায়..
একটুখানি দোলা লাগায় কাশফুলেরই বনেতে……
ঐ সাদাও দেখতে পারি
এই আমি বা আমরা সবাই,
হাসি গানে মাততে পারি
তবে কেন আমার সাদা যায়না দেখা,
পড়ে থাকে ছদ্মবেশের আড়ালে???
রৌদ্রতাপের পরে যখন ঝড় আসে ঐ
দখিনা হাওয়া নিয়ে
ক্ষুব্ধ হয়ে, আসে ধেয়ে
তোকে তখন আড়াল করে এক মায়াবী পর্দা…..
তার মাঝেও দেখি বিস্মিত হয়ে
গল্প লিখি, ছন্দ লিখি
ভাবতে বসে খুঁজে পাই স্নিগ্ধতা।
তোর কালো ঐ রূপ আগুনে ঝলসে যদি দিস সবাইরে
আমার মনের কালো কেন আয়নায় দেখা যায়না???
আমার অনেক অনেক রঙ সব তুই নে,
শুধু তোর রঙগুলো আমায় দিয়ে দে
খুব বেশিনা, তোর বুকতে ভেসে বেড়াব
একটুখানি থামব,চেয়ে দেখব কেমন
বলছে সকল মানুষগুলো, খুঁজছে কিনা এই আমাকে……….
১৫.১০.২০১৪
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব বেশিনা, তোর বুকতে ভেসে বেড়াব
একটুখানি থামব,চেয়ে দেখব কেমন
বলছে সকল মানুষগুলো, খুঁজছে কিনা এই আমাকে
মন্তব্য করতে লগইন করুন