একদিনের জন্য!
লিখেছেন লিখেছেন তুনীরের শেষ তীর ১২ এপ্রিল, ২০১৪, ১১:২৩:০৮ রাত
						 
						  সাইমা কোথায় যাচ্ছিস?
-পার্লারে।
-পার্লারে! তুই?!
-অবাক হওয়ার কি আছে! আজ তোহার বিয়েতে যাব তাই।
-অবাক হচ্ছি কারণ তুই এমনিতে হিজাব পড়ে বের হোস
-অহ! একদিনের জন্যৈতো।
-একদিনের জন্য নাকি বিশেস একদিনের জন্য? একদিনের জন্য কি হিজাব না পড়ার অনুমতি আছে?
-বিশেষ দিন মানে কি বোঝাচ্ছিস?
-দেখ বোন, অন্যান্য দিন মানুষ থাকে ব্যস্ত। কারোদিকে বিশেষভাবে তাকানোর হয়ত সুযোগ-ই পায়না! অথচ প্রোগ্রামে সবাই আসে ফ্রী টাইম নিয়ে,রিফ্রেশিং মুড নিয়ে! এই দিনেই মানুষের নজর বেশি থাকে যারা আকর্ষনীয় হয়ে নিজেকে উপস্থাপন করে! যদি এই একদিনেই কোন ক্ষতি হয় তবে কি তার প্রভাব থেকে নিজেকে বাচিয়ে রাখতে পারবি? তখন ক্ষতিটা হবে সারাজীবনের, একদিনের না!
-জটিল কথা। কিন্তু প্রোগ্রামে এসব বোরকা হিজাব পড়লে মানুষ কি বলবে?! বলবে, বুড়ি একটা কোত্থেকে এসেছে।
-তুই খারাপ হলে মানুষ বলবে খারাপ, ভালো হলেও খুত বের করতে তটস্থ থাকবে। কয়জন মানুষকেই তুই খুশি করবি? তার চেয়ে বরং এই কি ভাল না যে আল্লাহকে খুশি করা?
-না, আমি পারবনারে। পরে ভেবে দেখব।
এমনিতেই অনেক সুন্দর তার উপর নীল শাড়িটাতে অসাধারণ লাগছে।
তোহার সাথে ফটোসেশন করতে উঠল সাইমা ও অন্যান্য ফ্রেন্ডরা। অনেকগুলো ক্যামেরার চোখ তাদের দিকে।
খেয়েদেয়ে এসে কয়েকটা চেয়ারে গোল করে বসলো ওরা। কিছুদূরেই একজোড়া চোখ কিছুক্ষণ পরপর সাইমার উপর নিবদ্ধ হচ্ছে, ব্যাপারটা সাইমা নিজেও বুঝতে পারে বিব্রতবোধ করছিল। খুব মডার্ণ ছেলে। সুযোগ খুজছিল ছেলেটি সাইমার সাথে কথা বলার জন্য। মিললও অবশেষে! গাড়ির জন্য দাড়িয়েছিল সাইমা,ছেলেটি এসেই বলল, এক্সকিউজ মী! আপনার সাথে পরিচিত হতে পারি?
আমার সময় নেই- রেগে উত্তর দিল সাইমা।
প্লীজ, বেশিক্ষণ সময় নিবনা, কিছু কথা বলব কেবল।
-ওকে, বলুন।
-আপনাকে আমার ভালো লেগেছে, যদি আপনি রাজি থাকেন...
-ননসেনস! কটমট করে তাকিয়ে বলে, তুই একটা লম্পট।
রাগেক্ষোভে ছেলেটি ফুসতে থাকে, এতবড় অপমান করে গেল মেয়েটি তাকে! এর প্রতিষোধ নিয়েই ছাড়বে।
কয়েকদিন পর। সাইমার ফ্রেন্ড তাকে ফোন করে বল, এসব কি?
-মানে?
-একটা বাজে পেইজে তোর বাজে ফটো দিয়ে প্রোফাইল পিক দিয়েছে!
-কি! আমার বাজে ফটো!লিংকটা দেতো আমাকে।
সাইমা, ও সাইমা... মেয়েটা যে কোথায় গেল!
হঠাত উপরের দিকে তাকিয়ে বিকট চিৎকার দিয়ে লুটিয়ে পড়ল নীহা। তার সুন্দর বান্ধবীর চেহারা বিকৃত, সিলীং ফ্যানে ঝুলছে নিথর দেহ!
টেবিলের উপর ছোট্ট একটা নোট, একদিনের জন্য-ই আমার সব শেষ....
চরিত্রগুলো ও কাহিনী কল্পিত কিন্তু খুব সত্য :'(						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য







































পাঠকের মন্তব্য:
ধন্যবাদ সচেতনতা সৃষ্টিকরার মত পোষ্টটির জন্য।
মন্তব্য করতে লগইন করুন