ভেবেছি এসেছে সুদিন
লিখেছেন লিখেছেন তুনীরের শেষ তীর ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১৫:৩১ রাত
হারিয়েছি শান হারিয়েছি জৌলুশ
হারিয়েছি সালতানাত।
হারিয়েছি দৃপ্ত ঈমান হারিয়েছি প্রত্যয়।
হারিয়েছি গর্বের তাজ।
বুঝিনি প্রভাত সূর্য রশ্মি
ভাঙতে চেয়েছিল নিদ।
জাগিনি তাই ভাবিনি কভু
শুনেও শুনিনি ঐ করাঘাত।
বাঁচাও বাঁচাও চিৎকার শুনে
হচকচিত হয়ে দেখি
বোনটি আমার দিকে নীরব চাহনীতে
চেয়ে আছে নির্বাক।
বলছে আমায়, ঘুমাও তুমি
ভেবেছো এসেছে সুদিন।
দুনয়নে তার ঘৃণা
মুখে তাচ্ছিল্যের হাসি..
অন্তরে তীর বিঁধল না তবুও
ফিরিয়ে নিলাম মুখ
চলতে পথে হঠাৎ দেখি
ওরা ওরা…
বাবার পান্জাবীতে দিয়েছে টান।
একের পর এক ঘায়ে অসুস্থ বাবা
লুটিয়ে পড়লে….
জবাব পেলি বেয়াকুফ মুসলমান!!
উদ্যত পায়ে মাড়িয়ে ভূমি
ওরা চলে গেলে…
বাবা!
কাছে এসে অপবিত্র করবিনা
দূর হ শয়তান।
বাবা! ভুল বুঝনা আমায়…
ভুল?? ভুলতো করেছিলাম সেদিন
যেদিন আরামের তক্ত পারিনি ছাড়তে
পরিয়েছি মালা শত্রুগলে নিজ দু’হাতে।
বিশ্বাস করেছি বিশ্বাসঘাতক কালসাপিনীকে
বুঝিনি এতো তাড়াতাড়ি আসবে তার দংশন।
নিজের বিবেক নিজের আমল
দিয়েছিলাম কবর যেদিন।
গাদ্দারীর তক্ত তাজ সিদ্ধ করার নেশায়
বিভোর ঘুরেছি রাতদিন।
মদের পেয়ালায় নিজেকে ডুবিয়ে
গাদ্দার আমি ছিলাম মাতাল।
নিজের ভাইয়ের শাহরগে চালিয়ে তলোয়ার
তক্ত নেশায় উন্মাদ আমি ভাবিনি
সে ছিল আমার ভাই!!
আজ এই অপমান, এই জুলুম
যদি তাতে হয় কিছুটা প্রায়ঃশ্চিত্য…
খোকা তুই ফিরে আয়
মাড়াস না ও পথ…
যে পথে ছড়িয়ে আছে
এ জমিনের বীর শহীদদের রক্ত।
নিজ হাতে দিসনা ঈমানের কোরবানী
এখনো সময় আছে সংশোধনের
দিসনা কবর ইজ্জ্বতের জিন্দেগানী।
আমি তখনো দেখেছি স্বপ্ন
এই বুঝি এলো সুদিন।
জ্বলন্ত অগ্নিকুন্ড দেখে থমকে দাঁড়ালাম
অতি পরিচিত অক্ষরবিন্যাস!!
হৃদয়টা কেঁপে উঠলো……
দপ করে আগুন জ্বলে তা নিভে গেল..
কাপুরুষ তুই!!!!!!! বেঈমান তুই!!!
মা!!!!!!
যে মুখ বেঈমানের প্রসাদে তুষ্ট
সে মুখে মা ডাক!! দুর্ভাগ্য আমার।
যার কানে বোনের আহাজারি পৌঁছেনা
যার হৃদয় হতভাগ্য বাবার করুন আকুতিতে কাঁপেনা
যার অন্তর তার মুনীবের বাণী দেখে আগুনের অঙ্গার হয়না
সে আমার সন্তান!! দুর্ভাগ্য আমার।
আমি তখনো দেখেছি স্বপ্ন
এই বুঝি এলো সুদিন।
মজলুমের দিক্বিদারী আর্তনাদে
কাঁপছে যখন এই জমিন।
স্বপ্ন সৌধ বানাতে চেয়েছিলাম
শহীদের বুকের উপর
বুঝিনি ওদের শকুনি দৃষ্টি থেকে
পাবোনা আমিও ছাড়।
নিয়েছি আমি মাথা পেতে
গোলামীর জিঞ্জীর।
বুঝিনি নিজের বুকেই বিঁধেছি
দুশমনের শমসের।
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন