আমিও মুক্তিযোদ্ধার সন্তান

লিখেছেন লিখেছেন আল হোছাইন ০৩ ডিসেম্বর, ২০১৩, ১১:০৯:০১ সকাল

অবরোধের নামে মানুষ পোড়ানোর প্রতিবাদে মুক্তিযোদ্ধার সন্তানরা নাকি মিছিল করবে, বেশ ভালো কথা! সাধুবাধ জানাই!!

চেতনালীগের এতদিন পরে গায়ে লাগছে তাহলে !

সাইদী সাহেবের রায়ের দিন যখন ২০০, মতিঝিলে অসংখ্য মানুষ হত্যস করা হল,

হরতালে ও অবরোধে পুলিশ যখন পাখির মতন মানুষ মারে তখন তোদের চেতনা কোথায় থাকে? তখন তোদের এই চেতনা একদম জ্বলেনা??

আমার বাপ-চাচারাও মুক্তিযুদ্ধ করেছে, তোদের এই চেতনাবাজি ও দলবাজি দেখে আজ নিযেকে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিতে লজ্জা লাগে। আমার এক মুক্তিযোদ্ধা চাচাতো বলেই ফেলেছে- এই অরাজকতা ও বাকশালীর জন্যতো আমরা মুক্তিযুদ্ধ করিনি। আমরা অত্যচার ও বৈষম্য মুক্ত একটি সমাজ প্রতিষ্টার আশায় মুক্তিযুদ্ধ করেছিলাম।

শোন তোদের ঐ চেতনাবাজি থেকে বের হয়ে- সমস্থ হত্যাকান্ড, অন্যায় ও অবিচারের প্রতিবাদ কর। দেশের সব মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা তোদের সাথে থাকবে। নতুবা শুধু রাজাকারের নাতিরা থাকবে মুক্তিযোদ্ধারাও না তাঁদের সন্তানরাও না।

বিষয়: রাজনীতি

৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File