শেখ হাসিনাকে শেখ রেহানার পরামর্শঃ বিরোধী দলের দাবী মেনে নিয়ে বাবার আত্নাকে শান্তি দাও। দেশে শান্তি না আসলে জয়ও আর ফিরবেন না!!
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ০৩ ডিসেম্বর, ২০১৩, ১০:৩৬:০০ সকাল
একসাথে মদিনায় গিয়ে রাসূলের সা। রওযা মোবারক থেকে ফিরে দেরিতে হলেও রেহেনার মধ্যে ফিলিং ফিরে এসেছে! সুবহানাল্লাহ!
শেখ রেহানা অনেক শান্তিপ্রিয়। মানুষের দুঃখে তিনি বেশ ব্যাথিত। মানুষের রক্তে বিধৌত বাবার হাতে দেশটা যেন পরাশক্তির হাতে না যায় সেজন্য তিনি চিন্তিত। তিনি এতদিন ঘুমের ঘোরে ছিলেন আজ ভোরে ঘুম ভেঙে তিনি শেখ হাসিনার কাছে তার মতবাদ ব্যক্ত করেছেন। তিনি তিক্ত, বিরক্ত শেখ হানিরার উপর। তিনি দেশটাতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার পরামর্শ দেন। নতুবা এই আওয়ামীলীগের সর্বনাশ আনতে বড় বোন হাসিনাই যথেষ্ট বলে হুশিয়ারী উচ্চারণ করেন। দেশটা এখন অগ্নি গর্ভ। দেশটা কাঁপছে। দেশটা বোমার আঘাতে জর্জরিত। দেশের মানুষ আজ শংকিত। সারা দেশের মানুষ আতঙ্কিত। স্বাধীনতার ৪২ বছরেও দেশটাতে এখনও গণতন্ত্রের উজ্বলতা ফিরে পায়নি। মানুষের মধ্যে হাহাকার। এমন পরিস্থিতে দেশটাতে চলছে নৈরাজ্য। মানুষের মধ্যে হানাহানি। মারামারি। সারাদেশে এভাবে চলতে থাকলে শেখ হাসিনার কপালে দুঃখ আছে। -একটি ফান পোষ্ট।
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন