আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী, তা কেউ প্রতিরোধ করতে পারবে না ।
লিখেছেন লিখেছেন মন সমন ১৪ এপ্রিল, ২০১৪, ০৫:১৫:০৪ সকাল
আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী,
তা কেউ প্রতিরোধ করতে পারবে না ।
সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে।
এবং পর্বতমালা হবে চলমান,
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে,
যারা ক্রীড়াচ্ছলে মিছেমিছি কথা বানায় ।
সেদিন ওদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে ।
এবং বলা হবে এই সেই অগ্নি, যাকে তোমরা মিথ্যা বলতে,
এটা কি যাদু, না তোমরা চোখে দেখছ না ?
এতে প্রবেশ করো অতঃপর তোমরা সবর করো অথবা না করো, উভয়ই তোমাদের জন্য সমান । তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে ।
নিশ্চয় খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নেয়ামতে ।
তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদের দিবেন এবং তিনি জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করবেন ।
তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো ।
তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে । আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দিবো ।
যারা ঈমানদার এবং যাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দিবো এবং তাদের আমল বিন্দুমাত্রও হ্রাস করবো না । প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়ী ।
আমি তাদেরকে দিবো ফল-মূল , গোশত এবং যা তারা চাইবে ।
সেখানে তারা একে অপরকে পানপাত্র দিবে ; যাতে অসার বকাবকি নেই এবং পাপকর্মও নেই ।
সুরক্ষিত মোতি সদৃশ্ কিশোররা তাদের সেবায় ঘুরাফেরা করবে ।
তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে ।
তারা বলবে আমরা ইতিপূর্বে্ আল্লাহর শাস্তিকে ভয় করতাম ।
অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন ।
আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম। তিনি সৌজন্যশীল, পরম দয়ালু ।
[ আল-কুরআন : সূরা আত্ব তূর, আয়াত ৭-২৮ ]
বিষয়: বিবিধ
৮২৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন