প্রতিবেশীকে সহায়তা করাই প্রতিবেশীর দায়িত্ব

লিখেছেন লিখেছেন জেরিন সরকার ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৩:৫৩ রাত



১৯৭১ সালে ভারত তার প্রতিবেশী আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে স্বাধীন হতে সহায়তা করেছিল। এজন্য ভারতকে ধন্যবাদ জানাতেই হয়। ভারত সহায়তা না করলে বাংলাদেশ স্বাধীন হতে আরও কত বছর লাগতো জানিনা, আদৌ বাংলাদেশ স্বাধীন হতো কিনা যথেষ্ট সন্দেহ আছে! মুক্তিপাগল মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ভারত সময়োপযোগীভাবে সহায়তা করেছিল। সকল মানুষ ও সকল দেশের উচিৎ মুক্তিকামী মানুষকে মুক্তির স্বাদ পাইয়ে দেওয়া বা মুক্তির স্বাদ পেতে সহায়তা করা।

আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সেভেন সিষ্টারের অর্ন্তভুক্ত আসামের মুক্তিকামী জনগন স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই করে চলেছে বছরের পর বছর। শুধু আসাম'ই নয়, আমাদের প্রতিবেশী ত্রিপুরা, মেঘালয়া, মিজোরাম এর জনগনও মুক্তির জন্য লড়াই করছে। অথচ আমরা তাদের প্রতিবেশি হয়েও তাদেরকে মুক্তির জন্য সহায়তা করতে পারছিনা। প্রতিবেশি হয়ে দায়িত্ববোধ বিবেচনা করে ভারত আমাদের যেভাবে আশ্রয়, অস্ত্র, ট্রেনিং ও বুদ্ধি দিয়ে সহায়তা করেছিল, আমাদেরও উচিৎ প্রতিবেশির দায়িত্ববোধ বিবেচনা করেই সেভেন সিষ্টারের মুক্তিকামী জনগনের পাশে দাড়ানো।

প্রতিবেশি হিসেবে সেভেন সিষ্টারের মুক্তিকামী জনগনের পাশে দাড়ানো যদি অপরাধ হিসেবে বিবেচিত হয় তবে, ৭১ এ প্রতিবেশি হিসেবে ভারত আমাদের পাশে দাড়িয়ে কি অপরাধ করেছিল? সময় এসেছে দেশের ভবিষ্যত কর্ণধারদের কুটনৈতিক চিন্তা-ভাবনার পরিবর্তন করার। আজ নয়তো কাল, নয়তো শতবর্ষ পরে হলেও মুক্তি পাবে সেভেন সিষ্টারের মুক্তিকামী জনগন।

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173063
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩১
126658
জেরিন সরকার লিখেছেন : ধন্যবাদ
173070
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩১
126659
জেরিন সরকার লিখেছেন : ধন্যবাদ
173090
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫২
নীল জোছনা লিখেছেন : ৭১ সালে জামাত পরাজিত হয়েছে সো তাদের বিচার হচ্ছে আবার ২০০৪ সালে ১০ ট্রাক মামলায় বিএনপি জামাত পরাজিত হয়েছে তাই তাদের বিচার হওয়া প্রয়োজন।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০১
126728
জেরিন সরকার লিখেছেন : যুগে যুগে সময় সঠিক কথাই বলেছে, আজও বলছে এবং ভবিষ্যতেও বলবে। কারও পরিনতি নিয়ে কথা বলতে হলে মুজিবের পরিনতি ভাবতে হবে।
173133
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০১
গৃহস্থের কইন্যা লিখেছেন : বাঙালির পেটে ভাত নেই............
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৪
126729
জেরিন সরকার লিখেছেন : বর্তমানে পাথর খেয়ে হলেও ভবিষ্যত প্রজন্মকে সুখে থাকার পথ তৈরী করে দেওয়াই শ্রেয়।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২৮
126732
গৃহস্থের কইন্যা লিখেছেন : পাথর কেন!! আল্লা খাবার দেয় না???
173487
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৮
নূর আল আমিন লিখেছেন : যে দিন থেকে পাকিস্তান থেকে আমরা স্বাধিনতা পেয়েছি সেদিন থেকে নতুন করে ভারতের গোলামীর শেকল পায়ে পরেছি
174011
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৮
বড়মামা লিখেছেন : সুন্দর ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File