প্রতিবেশীকে সহায়তা করাই প্রতিবেশীর দায়িত্ব
লিখেছেন লিখেছেন জেরিন সরকার ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৩:৫৩ রাত
১৯৭১ সালে ভারত তার প্রতিবেশী আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে স্বাধীন হতে সহায়তা করেছিল। এজন্য ভারতকে ধন্যবাদ জানাতেই হয়। ভারত সহায়তা না করলে বাংলাদেশ স্বাধীন হতে আরও কত বছর লাগতো জানিনা, আদৌ বাংলাদেশ স্বাধীন হতো কিনা যথেষ্ট সন্দেহ আছে! মুক্তিপাগল মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ভারত সময়োপযোগীভাবে সহায়তা করেছিল। সকল মানুষ ও সকল দেশের উচিৎ মুক্তিকামী মানুষকে মুক্তির স্বাদ পাইয়ে দেওয়া বা মুক্তির স্বাদ পেতে সহায়তা করা।
আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সেভেন সিষ্টারের অর্ন্তভুক্ত আসামের মুক্তিকামী জনগন স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই করে চলেছে বছরের পর বছর। শুধু আসাম'ই নয়, আমাদের প্রতিবেশী ত্রিপুরা, মেঘালয়া, মিজোরাম এর জনগনও মুক্তির জন্য লড়াই করছে। অথচ আমরা তাদের প্রতিবেশি হয়েও তাদেরকে মুক্তির জন্য সহায়তা করতে পারছিনা। প্রতিবেশি হয়ে দায়িত্ববোধ বিবেচনা করে ভারত আমাদের যেভাবে আশ্রয়, অস্ত্র, ট্রেনিং ও বুদ্ধি দিয়ে সহায়তা করেছিল, আমাদেরও উচিৎ প্রতিবেশির দায়িত্ববোধ বিবেচনা করেই সেভেন সিষ্টারের মুক্তিকামী জনগনের পাশে দাড়ানো।
প্রতিবেশি হিসেবে সেভেন সিষ্টারের মুক্তিকামী জনগনের পাশে দাড়ানো যদি অপরাধ হিসেবে বিবেচিত হয় তবে, ৭১ এ প্রতিবেশি হিসেবে ভারত আমাদের পাশে দাড়িয়ে কি অপরাধ করেছিল? সময় এসেছে দেশের ভবিষ্যত কর্ণধারদের কুটনৈতিক চিন্তা-ভাবনার পরিবর্তন করার। আজ নয়তো কাল, নয়তো শতবর্ষ পরে হলেও মুক্তি পাবে সেভেন সিষ্টারের মুক্তিকামী জনগন।
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন