টিপ ওয়ালী নারীর হেফাজতে আজকের ইসলাম
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২৪:১৯ রাত
গত কাল বাংলাদেশী একটি সেলুনে গেলাম চুল কাটাতে। চুল কাটা প্রায় শেষের দিকে ঠিক সেই মুহুর্তে সেলুনের একজন টেলিভিশন চালু করে। টেলিভিশনে তখন একটা লাইভ অনুষ্টান চলছিল ,অনুষ্টানটি পরিচালনা করছিলেন একজন মহিলা। মহিলাটির কপালে লাল টিপ ও পোশাকের অবস্তায় আমি মনে করেছিলাম মহিলা হিন্দু সম্প্রদায়ের। কিন্তু না একজন টেলিভিশন দর্শক উক্ত অনুষ্টানে ফোন করলে উপস্তাপিকা টেলিফোন রিসিব করেই সালাম দিলেন। আবার অনুষ্টান শেষে আল্লাহ হাফেজ বলেছেন।
এবার চিন্তা করেন । ইটা কি ইসলামের সংস্কৃতির পরিপন্তি নয় ?
বিষয়: বিবিধ
১৪২১ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু আপনি যেটা বলেন নি - তা হল টিপ পরলে কেউ কি ইসলামের হেফাজত কারী হয়? লিখক যে বিষয়টি হাইলাইটস করছেন - তিনি মুখে ইসলামের দুটো শিক্ষাকে ব্যাক্ত করেছেন - এ্যাজ ইফ উনি ইসলামকে রিপ্রেজেন্ট করছেন - এবং তাই লিখক ও বুঝলেন যে ভদ্রমহিলা মূলতঃ মুসলিম এর ঔরসজাত সন্তান।
ভদ্রমহিলা যা রিপ্রেজেন্ট করছিলেন তা হল - মুসলিম পূর্ব বাংগালী সংস্কৃতি। আর তাই এটাই তো ওনার জন্য এবং আমাদের দর্শক শ্রোতার জন্য ভাল হত - যদি উনি নমস্কার কিংবা নমস্তে বলতেন আর শেষে ধন্যবাদ টাইপের কিছু।
আমার মনে হয় আমরা টিপ এর ইতিহাস জানলে অন্যায়ভাবে কাউকে এ্যাটাক না ও করতে পারতাম এবং ইসলাম সম্পর্কে জানলে কালচারকে ইসলামের উপর প্রাধান্য দিতাম না।
হযরত ইব্রাহিম আঃকে অগ্নিকুন্ডে নিক্ষেপস্থলে ষহয়তানের পরামর্শে প্রকাশ্য জনসমক্ষে বিশেষ কুকর্মে অংশগ্রহনকারিনীদের "আত্মত্যাগের রাজকীয় স্বীকৃতি"র পরিচিতির জন্যই নমরুদের পক্ষ থেকে স্বহস্তে লালটিপ পরানো হয়েছিল!!
মন্তব্য করতে লগইন করুন