একুশ শতকের মীর জাফর এবং বিএনপি জামায়াতের ব্যর্থতা

লিখেছেন লিখেছেন জেরিন সরকার ১৮ নভেম্বর, ২০১৩, ০১:১১:৩৯ দুপুর

"বিশ্ব বেহায়া" খেতাব প্রাপ্ত জনাব এরশাদ কাক্কু নতুন করে তার সেই খেতাব কে বর্তমান প্রজন্মের কাছে আরেকবার পরিচয় করিয়ে দিলেন। এরশাদ কাক্কুর সামনে সুযোগ ছিল তার বিশ্ব বেহায়া খেতাব টি ঘষে-মুছে একটু পরিস্কার করার। কিন্তু তার মত স্বৈরতান্ত্রিক বেকুব সেই রাস্তায় না গিয়ে নিজের নামের সাথে তার বিশ্ব বেহায়া খেতাব টি খোদাই করে নিলেন। তিনি শুধু বিশ্ব বেহায়া খেতাব টি খোদাই করেই নিলেন না বরং তিনি আগামীতে পরিচিত হবেন একুশ শতকের মীর জাফর হিসেবে। বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের অন্যতম চালিকাশক্তি আওয়ামীলীগের দেশ বিরোধী সকল কর্মকান্ডকে বৈধ করা ও তাকে শক্তি যোগাতে এরশাদ কাক্কু যে বেঈমানী জাতির সাথে করেছে, তাতে আগামী প্রজন্ম এরশাদকে একুশ শতকের মীর জাফর বলেই জানবে। যাই হোক এটি তার অতিচতুর নির্বুদ্ধিতার কর্ম।

আমি এরশাদ কাক্কুর এই মীর জাফরীর জন্য শুধু তাকেই দোষ দিব না, এর জন্য অবশ্যই প্রধান বিরোধীদল বিএনপি ও তার জোট শরীক জামায়াত এবং দেশের সুশীল সমাজকেও দোষারপ করব। এরা সবাই মিলেও পারলেন না এরশাদকে কিছু পরামর্শ দিয়ে সঠিক পথে নিয়ে আসতে। বরং এরাই এরশাদের ষড়যন্ত্রের কাছে নাকানি-চুবানি খেলো। আসলে এটা কি শুধু এরশাদের ষড়যন্ত্র? না এটা ভারতের ষড়যন্ত্র এবং আওয়ামীলীগের সহযোগীতা। এটা হলো সেই থিওরি যে, "আমি দাড়াইয়া যামু আপনি আমারে বসাইয়া দিবেন, সবাই জানবে আমাদের মধ্যে কোন যোগাযোগ নাই"

বিষয়: বিবিধ

৮৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File