শেখ হাসিনার অমর বানীসমূহ যা আমাদরে জন্য অমূল্য!

লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ১৮ নভেম্বর, ২০১৩, ০১:০৫:১২ দুপুর



১. সেনা সরকারের সময়; আই এম নট আন হ্যাপি

২. এক এগার পর; এটা আমাদেরই আন্দোলনের ফসল।

৩. মা দূর্গার কারনে এবার ফসলের ভাল ফলন হয়েছে।

৪. একটা লাশ পড়লে দশটা লাশ পড়বে।

৫. বিরোধী দলে গেলে কখনও হরতাল করব না।

৬. ১০টাকায় চাল খাওয়াব।

৭. বিনামুল্যে কৃষকদের সার দিব।

৮. বিরোধী দলের একজন সদস্যকে ডেপুটি ষ্পিকার বানান।

৯. প্রতিটি ঘরে ঘরে ১জনকে চাকুরী দিব।

১০. আমার ছেলে খ্রিষ্টান বিয়ে করেছে ইহুদী নয়। তার বিয়ে বৈধ্য?

১১. মানুষের যাতে মনে থাকে যে আগে লোডশেডিং ছিল সেজন্য আমি ইচ্ছে করে লোডশেডিং করার নির্দেশ দিয়েছি।

১২. আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।

১৩. ইসলাম কেবল আওয়ামীলীগ হেফাজত করবে।

১৪. মদিনা সনদে দেশ চলবে।

১৪. কিসাসের (খুনের বদলা খুন) বিধান কায়েম করে যুদ্ধঅপরাধীদের শাস্তি দেয়া হবে।

১৫. আমার বিয়াই রাজাকার ছিলেন, যুদ্ধঅপরাধী ছিলেন না।

১৬. থাবা বাবা (রাজিব) ছিলেন ২য় মুক্তিযুদ্ধের ১ম শহীদ।

১৭. প্রতিহিংসার রাজনীতি করলে বিএনপির অস্তিত্ব থাকত না।

১৮. আবুল হোসেন (পদ্মা ব্রিজ খাওয়ার পর) দেশপ্রেমিক।

১৯. টাকা থাকলে ঢাকাকে চার ভাগ করে দিতাম।

২০. “আমি হয়তো আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন”।

২১. "আমার মন্ত্রীরা কথায় নয়; কাজে স্মার্ট।"

২২. "আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের জনগণ কিছু পায় আর বাকি সবাই লুটে খায়।"

২৩. লগি বৈঠা নিয়ে মানুষ হত্যার আহবান।

২৪. "দেশের মানুষ এখন ৪ বেলা খাচ্ছে।"

২৫. তত্ত্বাবধায়ক ফিরে আনার চেষ্টা করলে কোন নির্বাচনই হবে না।

২৬. “আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে”?

২৭. আমি শান্তি চাই, প্রধানমন্ত্রীত্ব চাই না।

২৮. স্বীকার করেছেন, ক্ষমতায় আনা নেয়ার মালিক আল্লাহ। অথচ জামায়াতের নিবন্ধন বাতিল আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস থাকার কারনে।

২৯. কুখ্যাত সন্ত্রাসী জয়নাল হাজারীকে বলেছেন তিনি পুতপবিত্র।

৩০. উনার (খালেদার) শরীরের সব নকল।

৩১. নোবেল বিজয়ী ড. ইউনুস সুদখোর। উনার দৃষ্টিতে পৃথিবীতে কেবল ইউনুস সুদ খায়।

৩২. বিডিআর বিদ্রোহে হত্যার শিকার ৫৭ জন সেনা সদস্যের মধ্যে আওয়ামীলীগের ৩৩ জন।

৩৩. হেফাজতের মানুষগুলো ৫ই মে রাতের রং মেখে শুয়েছিল।

বি.দ্র: আমার ফাঁসি চাই বই পড়লে বাকী অনেক অজানা কথা জানতে পারবেন।

বিষয়: বিবিধ

৯৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File