চোরের মার বড় গলা
লিখেছেন লিখেছেন নয়ন কুষ্টিয়া ১৬ ডিসেম্বর, ২০১৩, ০২:৪৮:৫৮ দুপুর
‘পাখির মতো গুলি করে মানুষ হত্যার পরও প্রধানমন্ত্রী আর কী কঠোর হওয়ার কথা বলছেন!’
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতেও প্রধানমন্ত্রী হতে চান। তবে তাকে উচ্চ আদালত রং হেডেড বলেছিল। আমরা সেকথা বিশ্বাস করিনি। আমরা মনে করেছিলাম আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ, বিবেকসম্পন্ন এবং জনগণের প্রতি দায়িত্বশীল। তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে ৫ বছর দেশ পরিচালনা করেছেন। তার শাসনামলে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি এবং ব্যর্থতা থাকলেও মেয়াদের শেষ দিকে এসে সংবিধান সংশোধন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তার বক্তব্যগুলো পূর্বাপর সঙ্গতিহীন।
প্রধানমন্ত্রী কী আদৌ গণতান্ত্রিক, দেশের শান্তি চান, তিনি কী গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেন- এসব প্রশ্ন আজ আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
রেডিও তেহরানের কথা-বার্তা অনুষ্ঠানে এসব কথা বলেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ডেপুটি এডিটর মাসুদ মজুমদার।
প্রধানমন্ত্রী কঠোর হওয়ার কথা বলছেন, আর কতো কঠোর হবেন তা আমরা জানি না।পাখির মতো গুলি করে মানুষ হত্যা করার পরও তিনি অসহিষ্ণু ও উস্কানীমূলক বক্তব্য দিচ্ছেন। আইন-আদালত এবং গণতান্ত্রিক শিষ্ঠাচার তিনি মানেন না। যখন কোনো কিছু বাড়াবাড়ির শেষ পর্যায়ে পৌছে যায় তখন কিন্তু ভাগ্য বিপর্যয়ের মুখোমুখি হতে হয় বলে মনে করেন তিনি।
তাছাড়া, সরকারিদল,প্রশাসন এবং নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় নির্বাচন নামক প্রহসনের একটা নাটক মঞ্চস্থ হচ্ছে। পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক দেশে মানুষ এ ধরনের নির্বাচন দেখেনি। নির্বাচন নামাক তামাশা এবং প্রহসন অত্যন্ত দুভার্গ্যজনক বলে মনে করেন বিশিষ্ট এ সাংবাদিক।
তিনি বলেন, বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা এবং অনিশ্চয়তার জনপদ। গৃহযুদ্ধের আলামত দেখা যাচ্ছে সর্বত্র। এ পরিস্থিতিতে কর্মসূচি ছাড়া বিরোধীদলের ঘরে ফিরের যাবার কোনো সুযোগ নেই। কর্মসূচিকে গণঅভ্যুত্থান পর্যন্ত নিয়ে যাওয়ার দায় দায়িত্ব বিরোধীদলের।
অন্যদিকে সরকার মরণকামড় দেবে ফলে সমঝোতার কোনো পথ খোলা আছে বলে আমার মনে হয় না।
বিষয়: বিবিধ
১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন