রাজাকারের ঘরে দুই দুইটা স্বাধীনতা পদক !!

লিখেছেন লিখেছেন নয়ন কুষ্টিয়া ০৪ জানুয়ারি, ২০১৪, ০২:১৩:২৯ দুপুর



‘রাজাকার’ আমাদের সমাজে সবচেয়ে ঘৃণিত একটি শব্দে পরিনত হয়েছে। কারন হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাধারীদের মাত্রাতিরিক্ত প্রচার সাথে অপপ্রচার। যে একসময় মানুষ হত্যা সমর্থন করে স্বাধীনতার বিরোধীতা করে সে আবার পরবর্তীতে সেই জারোজ স্বাধীনতার পক্ষে দেশের হয়ে কাজ করে। আর যারা স্বাধীনতার পক্ষ থেকে লড়াই করেছে তারা হয়ে যায় লুটতরাজ, দুর্নীতির গহীন জঙ্গলের বাঘ।

আজকে একজন রাজাকারকে নিয়ে কিছু বলবো- একজন রাজাকার যেভাবে সমাজে স্বীকৃতি পায় সম্মান পায়। সর্ষিনার পীর আবু জাফর সালেহ। অভিযোগ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর সাথে সখ্যতা, রাজাকার, শান্তিবাহিনীর সাথে আতাত সহ অনেক গুরুত্বপূর্ণ দোষে দুষ্ট তিনি। যুদ্ধের সময় যখন পূর্ব বাংলা হিন্দু সমাজে স্বামীহারা মহিলাদের যাদের স্বামীদের পাকিস্তানী হানাদারেরা হত্যা করে। এমতবস্থায় সেই সব হিন্দু মহিলাদের মুসলমানরা বিবাহ করতে পারবে এমন একটি ফতোয়া দিয়েছিল সেই সর্ষিনার পীর। সমালোচকদের ভাষায় গণিমতের মাল আরো অনেক উপমায় ভুষিত করা যেতে পারে। সেই ফতোয়ায় বাঙ্গালী হিন্দু মেয়েদের সাথে জায়েজ হওয়া বিবাহের নাম দিয়েছিলেন তিনি ‘সূতা বিবাহ’।

১৯৭১ এর পরবর্তী সর্ষিনার পীরকে প্রথমে গৃহবন্দি পরবর্তীতে তাকে জেলহাজতে পাঠানো হয়। বঙ্গবন্ধুর সাধারন ক্ষমায় বন্দিরা মুক্তি পায় সেই সময় সর্ষিনার পীরও মুক্ত হয়। পরবর্তীতে সমাজ সেবায় নিয়োজিত হন এবং এই বিভাগেই ১৯৮০ সালে সর্বপ্রথম, জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, স্বাধীনতা পদকে ভূষিত হন। ১৯৮৫ সালে জেনারেল এরশাদ তখন প্রেসিডেন্ট, শিক্ষা ক্ষেত্রে সর্ষিনার পীর আবু জাফর সালেহ স্বাধীনতা পদক আরেকবার তার ঘরে তোলেন।

বিষয়: বিবিধ

১৪৬৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158895
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৮
সঠিক ইসলাম লিখেছেন :
সেই ফতোয়ায় বাঙ্গালী হিন্দু মেয়েদের সাথে জায়েজ হওয়া বিবাহের নাম দিয়েছিলেন তিনি ‘সূতা বিবাহ’।


রেফারেন্স দিন।
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩১
113645
মাজহার১৩ লিখেছেন : সর্ষিনার পীর কি জামায়াত করে?
158898
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৩
সঠিক ইসলাম লিখেছেন : না, তারা জামাত বিরোধী।
158900
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫০
আবু জারীর লিখেছেন : বর্ষিয়ান পীরের সন্তানদের বর্তমান রাজনৈতিক পরিচয় কি?

খন্দকার মোশাররফের মত প্রধান মন্ত্রী বা শেখ সেলিম বা অন্য কোন শেখের সাথে আত্মীয়তা সম্পর্ক করে মুক্তিযোদ্ধা হয়ে যাননিতো?
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৮
113646
সঠিক ইসলাম লিখেছেন : পিঠ বাচানোর নীতিতে চলছে তারা এখন।
159742
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:১০
শেখের পোলা লিখেছেন : উনিও বোধহয় আওয়ামী মেশিনে একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে ছেন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File