আঁঘাত করুন অন্ধবিশ্বাসে।

লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ১৬ ডিসেম্বর, ২০১৩, ০২:১৩:৫৫ দুপুর

কিছুদিন আগে এক জাফর ইকবাল প্রেমীকা আমার সাথে দীর্ঘ ঝগড়ায় লিপ্ত হয়। শহীদ মিনারে ফুল দেয়াতে যারা বিরোধীতা করে তারা রাজাকার,বাঙ্গালি না ইত্যাদি ইত্যাদি.. যাইহোক প্রশ্ন করেছিলাম: আজ যদি আপনার বাবা বা ভাই মারা যান(আল্লাহ না করুক)আপনি কি কি করবেন? যত দ্রুত সম্ভব তাকে উত্তমভাবে গোসল করাবেন, তার জানাযার নামায পড়বেন ও তার আত্বার শান্তির জন্য-গোনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং তাকে কবর দিবেন। পরের বছর তার মৃত্যু দিবসে তার জন্য দোয়া করবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন। কি তাইনা??

উত্তর: হ্যা।

প্রশ্ন:নাকি আপনি এসব বাদ দিয়ে তার জন্য শোকের গান রচনা করবেন? তার কবরের উপর স্মৃতিসৌধ বানাবেন? তার কবরের উপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন?

উত্তর:না এসব করব কেন?

প্রশ্ন:করবেননা কারণ আপনার বাবা বা ভাই আজ মৃত তাই আপনার ভক্তির গান,ভালবাসার ফুল বা শ্রদ্ধার উদ্দেশ্যে বানানো স্মৃতিসৌধ কোনটাই তার কবরে পৌছাবে না, তার কোন উপকারে আসবেনা কি তাইনা?

উত্তর: হ্যা তা ঠিক।

প্রশ্ন: তাহলে আপনি যেখানে এসব বিষয়গুলো আপনার নিজের বাবা-ভাইয়ের ব্যাপারে সঠিক মনে করছেননা সেখানে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে যারা হত্যার শিকার হয়েছেন তাদের সাথে এমন নিষ্ঠুর আচরণ কেন করছেন ? তারাও তো কারো ভাই, বাবা, মা-বোন। তাদেরও তো জীবিত মুসলিমদের কাছ থেকে দোয়া, সদকায়ে জারিয়া পাবার অধিকার আছে। আপনি কেন তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করছেন?এবার বলেন আমি বা আমার মত মুসলিমরা ভুল কথাটা বলছি কোথায়?

উত্তর: নিঃচুপ।

আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক।

বিষয়: বিবিধ

২২০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File