আমরা বাংলাদেশে সকল দলের, সকল মতের, সকল বর্ণের, সকল ধর্মের মানুষের শান্তি-পূর্ণ সহ-অবস্থান চাই-চাটিগাঁ থেকে বাহার

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৬ ডিসেম্বর, ২০১৩, ০২:০৮:৪২ দুপুর

এই রিক্সা যাবে ?

কই যাবেন ?

চকবাজার

হ যাব ?

কত টাকা ?

৫০ টাকা ।

ভাড়া কিন্তু ৪০ টাকা, প্রতিদিনই যাই, তবে আজ ৫০টাকা দেব, ১০টাকা বাড়তি দেব, কারণ

আজ বিজয় দিবস ।

মনে শান্তনা এই জন্য যে একজন খেটে খাওয়া মানুষকে বিজয়দিবসে ১০টাকা উপহার দিলাম ।

আরো সিদ্ধান্ত নিয়েছি, আজ কোন মিসকিনকে ফেরত দেব না।

কিন্তু লক্ষ্য করলাম রিক্সা করে ৩ কিলোমিটারের মত জায়গার কোন দোকানে বা বাসায় জাতীয় পতাকা উড়ছে না।

অনেক খেয়াল করেছি, না কোথাও নেই।

ছোট কালে দেখেছি প্রায় প্রত্যেকটি বাসায় , বাড়ীতে ও দোকানে বিজয় দিবসের পতাকা উড়তে।

ঐদিন সকালে ঘুম ভাংতো মাইকে দেশাত্ববোধক গানের আওয়াজে।

আমার বাসায় অবশ্য জাতীয় পতাকা উড়ছে, আমার পঞ্চম শ্রেণী পড়ুয়া আশরাফুল ৩ বছর আগে টিফিনের টাকা জমিয়ে জাতীয় পতাকা কিনেছিল,

সে প্রতিবছর ১৬ই ডিসেম্বর ঐ পতাকা ফলাও করে উড়ায় ভাইবোনে কাড়াকাড়ি দেয় বলে অন্যদেরকেও কিনে দিতে হয়।

গত কয়েকদিন থেকে আশরাফুল সেটা বের করে হাত বুলিয়ে বুলিয়ে ভাজ করে রেখে দিচ্ছিল ওর ড্রয়ারে।

আজকে কোথাও জাতীয় পতাকা না দেখে ভাবলাম বর্তমানে যারা ৫০বছর বয়স তাদের স্মৃতিতে বিজয় দিবস আন্দোলিত করে না ।

ওদের মনে বিজয় দিবসের প্রতি কোন আবেদন নেই....

হয়তো ওরা ভেবে পাচ্ছেনা যে বিজয় আসলে আমাদেরকে কি দিয়েছে ?

রিক্সায় আসতে একটি র‌্যালি দেখেছি। একটি সামাজিক সংগঠনের র‌্যালি...

বিজয় দিবসের র‌্যালি । র‌্যালিতে অংশগ্রহণ কারী কারো বয়স কিন্তু ৫০ এর উর্ধে নয়...

রিক্সাকে পাশ কটিয়ে সামনে যেতে না দেওয়ায় পেছন থেকে ছবিও তুলেছি ।

কিন্তু নেটে ঢুকেই আলজাজিরার রেফারেন্সে যে নিউজটি দেখলাম তা রীতিমত শিহরীত হবার মতই খবর।

আলজাজিরা রিপোর্ট করেছে-

‘‘সিলেক্টেড কিলিং’ শুরু হতে পারে বাংলাদেশে’’

ওরা আলো লিখেছে-

‘‘রাজনৈতিক সহিংসতার আরও অবনতি হতে পারে। সৃষ্টি হতে পারে গণঅভ্যুত্থান।’’

তাহলে কি বাংলাদেশে আরেকটি যুদ্ধ শুরু হতে যাচ্ছে ?

শাসকশ্রেণী আর আন্দোলনেরত দলগুলো কি কোন মিমাংসায় আসতে পারছে না ?

এত কূটনৈতিক প্রচেষ্টা সব ব্যর্থ ?

প্রত্যেককে যার যার অবস্থান থেকে নমনীয় হতে হবে ।

সর্বপ্রথম যেটা বন্ধ করতে হবে তা হচ্ছে ‘হত্যাকান্ড’ ।

এক একটি হত্যাকান্ড একএকটি অঞ্চলকে বিষাদময় করে তুলছে।

সারাদুনিয়া জানছে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘঠছে ।

সত্য এমন একটি জিনিস যা কখনও কেউ কোনদিন স্থায়ীভাবে গোপন করতে পারেনি, পারবেও না । হাঁসের মত সে ভেসে উঠবেই....

আমরা বাংলাদেশে সকল দলের, সকল মতের, সকল বর্ণের, সকল ধর্মের মানুষের শান্তি-পূর্ণ সহ-অবস্থান চাই....

সুতরাং প্রত্যেকের যথাসময়ে শুভবুদ্ধির উদয় হোক আজকের বিজয় দিবসে সে কামনাই করছি ।

বিষয়: বিবিধ

১৭০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File