আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশত আহত, কারখানা ছুটি
লিখেছেন লিখেছেন নয়ন কুষ্টিয়া ১৮ নভেম্বর, ২০১৩, ১১:১৬:১৪ সকাল
মজুরি বৃদ্ধির দাবিতে কাজ না করে আজো আশুলিয়ার পোশাক শ্রমিকরা রাস্তায় নেমেছে। উত্তেজিত শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৫০ জন।
উদ্ভুত পরিস্থিতিতে শিল্পাঞ্চলের জামগড়া, শিমুলতলী ও ছয়তলা এলাকার ৩০টি পোশাক কারখানায় বন্ধ রয়েছে উৎপাদন কার্যকম। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব পুলিশের পাশাপাশি কারখানা ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
কি হবে এখন হাসিনার
জামাত শিবির বিএনপি সামাল দিতে হিম সিম খাচ্ছে
আবার
পুলিশ জানিয়েছে, সকালে নিজ নিজ কারখানায় গিয়ে শ্রমিকরা হাজিরা দিয়ে কাজ না করে বাইপাইল-আব্দুল্লাপুর সড়কে বিক্ষোভ করে। জামগড়া এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে যানবাহনে ভাংচুর করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন অলিগলিতে অবস্থান নেয়।
এক পর্যায়ে পুলিশ সেখান থেকে সড়ে গেলে আবারো শ্রমিকরা রাস্তায় ভাংচুর শুরু করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করলে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইটপাটকে নিক্ষেপ করতে থাকে।
অন্যদিকে শিমুলতলী ও ছয়তলা এলাকায় পুলিশের সাথে শ্রমিকদের থেমে থেমে সংঘর্ষ চলছে। এসব এলাকায় শ্রমিকরা রাস্তায় নামলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে।
দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় এক শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ ওই শ্রমিককে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশের উপ-পরিচালক এএসপি জহিরুল ইসলাম জানিয়েছেন, উদ্ভুত পরিস্থিতিতে শিল্পাঞ্চলের জামগড়া, শিমুলতলী ও ছয়তলা এলাকার ৩০টি পোশাক কারখানায় উৎপাদন কার্যকম বন্ধ রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের সাজোয়ান ও জলকামানের টহল অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এ দিকে সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চলেও শ্রমিক-পুলিশ সংঘর্ষের খবর পাওয়া গেছে। সকালে ওই এলাকার স্ট্যান্ডার্ড ফ্যাশনের শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে ওই এলাকার অন্তত ৭টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিষয়: বিবিধ
৭৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন