জামায়াতকে ১বার নিষিদ্ধ করা হলে আওয়ামী লীগকে ১০০০ বার নিষিদ্ধ করা উচিত।
লিখেছেন লিখেছেন নয়ন কুষ্টিয়া ০৮ নভেম্বর, ২০১৩, ০১:২৫:২৮ দুপুর
বাংলাদেশে সন্ত্রাসের সুতিকাগার আওয়ামী লীগ ও তার অংগসংগঠন। স্বাধীনতার পর থেকে ২০১১ সালের এই সময় পর্যন্ত আওয়ামী লীগ যে কি পরিমাণ সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেছে তার প্রমাণ এই দেশের জনগণ, এই দেশের পুলিশ স্টেশনের ক্রাইম ফাইল, হাইকোর্ট, জর্জকোট, সুপ্রিম কোটসহ দেশের বিভিন্ন বিচার বিভাগরে নথিপত্র।
তার নিজেরা নিজেদের কর্মীদেরকে হত্যা করে লাশের মিছিল যে কত বড় করেছে তা গুণতে গেলেও কয়েক দিন সময় লেগে যেতে পারে।
তারা বিভিন্ন সময়ে আন্দোলনের নামে যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদে অগ্নি সংযোগ করে ক্ষতি করেছে, গাড়ীতে অগ্নি সংযোগ করেছে, জবীন্ত মানুষ পুরিয়ে মেরেছে, জনগণের জানমালের ক্ষতি করেছে তার ফিরিশতি তুলে ধরলে শেষ করতে কয়েক সপ্তাহ , মাস ও কয়েক রিম কাগজের প্রয়োজন হয়ে পড়বে।
আওয়ামী লীগের সোনার ছেলেদের নারী ও ছাত্রী নির্যাতনের ইতিহাস এদেশের মানুষের অজানা নয়। ঘৃণিত ধর্ষণের সেঞ্চুরী ছাত্রলীগের অর্জন।
মানুষ মেরে লাশের উপর নৃত্য করা আওয়ামী লীগের অর্জন।
চলন্ত বাসে আগুন দিয়ে জীবন্ত মানুষ হত্যা আওয়ামী লীগের অর্জন।
চাদাবাজী, দখলবাজী, টেন্ডারবাজী অর্জনে আওয়ামী লীগের সাফল্য অদ্বিতীয়।
আমি আগেই বলেছে আওয়ামী লীগের অপকর্মের রেকর্ড তুলে ধরতে গেলে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস আর রিমে রিমে কাগজ লেগে যাবে। যা এই ব্লগে প্রকাশ করা অসম্ভব। শুধুমাত্র স্বাধীনতার পরবর্তী সময়ে দেশে প্রকাশিত জাতীয় দৈনিক, পাক্ষিক, সাপ্তাহিক পত্রিকাগুলো ঘাটলেই তার জ্বলন্ত প্রমাণ পাওয়া যাবে।
তাই জামায়াতের ১দিনের ঘটনায় যদি আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করার দাবি তুলে তাহলে আওয়ামী লীগের স্বাধীনতা পরবর্তী ৪০ বছরের অপকর্মের জন্য আওয়ামী লীগকে ১০০০ বার নিষিদ্ধ করার দাবি জনগণের।
নয়ন কুষ্টিয়া
বিষয়: বিবিধ
১০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন