শাপলা চত্বরের মহাসমাবেশ সফল করতে হবে : হেফাজতে ইসলাম
লিখেছেন লিখেছেন নয়ন কুষ্টিয়া ০৭ নভেম্বর, ২০১৩, ০৩:৪৫:২১ দুপুর
হেফাজতে ইসলামের নায়েবে আমীর, ঢাকা দক্ষিণ ও মুন্সীগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মধুপুরের পীর হযরত মাওলানা আব্দুল হামিদ বলেছেন, কওমি মাদ্রাসার বিরুদ্ধে যে কোন ধরণের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। ১৫ নভেম্বর শাপলা চত্বরের মহাসমাবেশ সফল করতে হবে
বুধবার বিকালে ১৫ নভেম্বরের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জে এক প্রস্তুতিসভায় তিনি এসব কথা বলেন। মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুর মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, জেলা নির্বাহী কমিটির সদস্য মাওলানা জাকির হোসেন, নবাবগঞ্জ উপজেলার প্রতিনিধি মাওলানা মুফতি মিজানুর রহমান, দোহারের মাওলানা ইব্রাহিম, কেরানীগঞ্জের মাওলানা আবু ইউসুফ, মুন্সীগঞ্জ সদর উপজেলার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সিরাজদিখানের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, শ্রীনগরের সভাপতি মাওলানা ইউনুস কাশেমী, টঙ্গীবাড়ি উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শামসুল আলম প্রমুখ।
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন