বুখারী শরীফের হাদীস টেম্পারিং ? নিম্নোক্ত হাদীস সম্পর্কে জানতে চাই-

লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ৩১ জুলাই, ২০১৫, ১০:৫৯:৩৫ রাত

“ সহীহ বুখারীতে একটি হাদীস আছে যেখানে বলা হয়েছে যে যারা কনস্টান্টিনোপল (কুসতুনতুনিয়া) জয় করবেন তাঁরা জান্নাত পাবেন এবং ইয়াজিদ ছিলেন ঐ বাহিনীর কমান্ডার”

এটি বহুল প্রচারিত হাদীস। একটি সাইট থেকে জানতে পারলাম, এরকম কোন হাদীস বুখারী শরীফে নেই।

Click this link

বিস্তারিত কোন ভাই কি জানাতে পারেন?

বিষয়: বিবিধ

৩৩১২ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332934
৩১ জুলাই ২০১৫ রাত ১১:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি যতটুক জানতে পারলাম এই হাদিস টি মুসলিম শরিফ এর অন্তর্ভুক্ত। ইতিহাস যতটুক জানি মুয়াবিয়া (রাঃ) এর আমলে কন্সটান্টিনোপল বিজয় হয়নি। আরো প্রায় ৮০০ বছর পর উসমানি আমলে সুলতান মুহাম্মদ ফাতিহ কর্তৃক বিজিত হয়। ৪৯ হিজরি তে যে কন্সটান্টিনোপল অভিযান হয় সেটা শহররের প্রাচির পর্যন্ত পেীছলেও শহর জয় করতে সক্ষম হয়নি। আবু আইযুব আনসারি (রাঃ) এই অভিযানে শহিদ হন এবং তার ওসিয়ত অনুযায়ি তাকে প্রাচির এর কাছে দাফন করা হয়।
০১ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৮
275251
আনোয়ার আলী লিখেছেন : যাযাকাল্লাহ। অনেক উপকৃত হলাম। তথ্যগুলো আমার সংগ্রহে নেই।
০১ আগস্ট ২০১৫ রাত ১০:১০
275257
আনোয়ার আলী লিখেছেন : ফেসবুকে এক আলেমনামধারী ব্যক্তি ইয়াজিদের পক্ষে সাফাই গাইলেন এবং তাকে ‘রাঃ’ বলে সম্বোধন করলেন। আপনি নিশ্চয়ই জানেন, রাজতন্ত্রের আলেমরা ইয়াজিদকে বৈধ করার নানা ফন্দি ফিকির করেন, কেননা ইয়াজিদ বৈধ হলে রাজতন্ত্রও বৈধ হয়ে যায়। যুগে যুগে এই ধরনের দরবারী আলেম ছিল এখনো আছে।
মীর মোশারফ হোসেনের লেখা বিষাদ-সিন্ধু কেবলই একটা উপন্যাস মাত্র। এটি কি কোন ধর্মীয় গ্রন্থ? আর শিয়ারা কি মুসলমানদের আদর্শ? অথচ তারা এগুলোর উছিলা দিয়ে পুরো কারবালার ইতিহাস পাল্টে দিতে চান। নিজের ঈমান আকিদাকে বিক্রি করতে এদের বিবেকে বাঁধে না। বেহেশতের সর্দার হুসাইনের হত্যাকারীকে যারা ‘রাঃ’ বলে সম্বোধন করে তাদেরকে কিভাবে মানা যায় বলুন?
০২ আগস্ট ২০১৫ রাত ০৩:৫১
275267
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইয়াযিদ সাহাবি নন। তার জন্ম রাসুল (সাঃ) এর ইন্তেকাল এর পর।
০৩ আগস্ট ২০১৫ সকাল ০৮:২১
275427
জ্ঞানের কথা লিখেছেন : আলী সাহেব, আল বিদায়া ওয়ান নিহায়া পড়ুন সেখানে কারাবালার ইতিহাস বর্ণনা করা আছে। সেখানে স্পষ্ট বলা আছে কে হুসাইন (রা) কে হত্যা করেছিলো।
০৩ আগস্ট ২০১৫ রাত ০৯:০৭
275556
আনোয়ার আলী লিখেছেন : আল-বিদায়-ওয়ান নিহায়া-র ৮ম খন্ডটি ভাল করেই পড়েছি। তাতে ইয়াজীদের কোন সাফাই তো দেখলাম না। বরং তার মৃত্যুকালে নিজের দোষ স্বীকারই দেখলাম। অথচ দরবারী মওলানারা তাকে নির্দোষ সাব্যস্থ করে তার পক্ষেই সাফাই গান। ভাবখানা এমন যে ইয়াজীদ নির্দোষ, ইমাম হুসাইনই দোষী-এটাই সত্যিকারের ইতিহাস।
তাদের উদ্দেশ্য তো পরিস্কার।
332935
৩১ জুলাই ২০১৫ রাত ১১:৫১
বুঝিনা লিখেছেন : Iyazid korenai, se paliye giyesilo. Hzrt Abu aiyub ansaree (rA) er lash dafon kore firegiyesilo.
০১ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৯
275252
আনোয়ার আলী লিখেছেন : ইয়াজিদ তো ইয়াজিদই। কিছু লোক রাজতন্ত্রের সমর্থনে তার পক্ষে প্রচারণায় লিপ্ত হয়েছে। তাই তথ্যগুলো জানা দরকার।
332940
০১ আগস্ট ২০১৫ রাত ১২:০১
মাটিরলাঠি লিখেছেন : বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনপলের উপর বেশ কয়েকটি অবরোধ আরোপ হয়। এর মধ্যে দুইটি অবরোধ সফল হয়। প্রথমটি হল ১২০৪ খ্রিষ্টাব্দে ক্রুসেডারদের অবরোধ এবং দ্বিতীয়টি হল ১৪৫৩ খ্রিষ্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদের অবরোধ।

১৪৫৩ খ্রিষ্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদ কর্তৃক শহরটি অধিকারের মাধ্যমে সম্পন্ন হয়। পূর্বে এটি পূর্ব রোমান (বাইজেন্টাইন) সাম্রাজ্যের রাজধানী ছিল। শহর অধিকারের পূর্বে এটি জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে ১৪৫৩ খ্রিষ্টাব্দের ৬ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত অবরোধের সম্মুখীন হয়। এরপর চূড়ান্তভাবে শহরটি উসমানীয়দের অধিকারে আসে।
কনস্টান্টিনোপলে বিজয়কে ১৫০০ বছরের মত টিকে থাকা রোমান সাম্রাজ্যের সমাপ্তি হিসেবে চিহ্নিত করা হয়।

সূত্রঃ https://bn.wikipedia.org/wiki/কনস্টান্টিনোপল_বিজয়



০১ আগস্ট ২০১৫ রাত ১২:০৬
275150
মাটিরলাঠি লিখেছেন : আপনার দেয়া লিঙ্কে Rajib Khaja টি কে?
০১ আগস্ট ২০১৫ রাত ০২:৫২
275173
সঠিক ইসলাম লিখেছেন : Rajib Khaja হল ৯৯ টি লক্ববধারী ভন্ড পীর রাজারবাগীর মুরিদ। যেই পীরের বিখ্যাত পত্রিকা মাসিক আল-বাইয়্যিনাতে সকল মুসলিম দলকে কাফের বলে ফতোয়াবাজী করে থাকে।
০১ আগস্ট ২০১৫ রাত ০৯:৪০
275253
আনোয়ার আলী লিখেছেন : আপনার তথ্যে উপকৃত হলাম। সবারই তা কাজে লাগবে। অনেক ধন্যবাদ।
332942
০১ আগস্ট ২০১৫ রাত ১২:২০
প্রবাসী কামলা লিখেছেন : এটা জাকির নায়েকের ব্যাপারে মিথ্যা প্রচারনাও হতে পারে । জাকির নায়েক কোথায় বলেছে তার প্রমাণ দেয়া হয়নি । তাছাড়া বোখারী শরীফের কত নাম্বার হাদিস তাও ওখানে উল্লেখ নেই
গত কাল ফেসবুকে দেখলাম মীর মোসাররফ হোসেনের বিষাদ সিন্ধু নামক উপন্যাসে মিথ্যা কাহিনী সাজিয়ে ইয়াজিদের নামে মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল । সঠিক তথ্য আল্লাহ ভাল জানেন ।
০১ আগস্ট ২০১৫ রাত ১২:৫৬
275162
অপি বাইদান লিখেছেন : সঠি তথ্য জানার দরকার কি! সব আল্লার হাতে ছেড়ে দিন। তবেই না সাচ্চা মুমিন মুসলিম।
০১ আগস্ট ২০১৫ রাত ০৯:৪১
275254
আনোয়ার আলী লিখেছেন : হতে পারে। আমি জাকির নায়েকের পক্ষে বিপক্ষে লাগার জন্যে তথ্য চাচ্ছি না। কিছু লোক রাজতন্ত্রের সমর্থনে তার পক্ষে প্রচারণায় লিপ্ত হয়েছে। তাই তথ্যগুলো জানা দরকার।
332950
০১ আগস্ট ২০১৫ রাত ১২:৫২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : পরিষ্কার ইতিহাস না জানার কারণে ঘটনা ও কথার প্যাঁচ খেয়েছে।

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "মুসলিমরা একদা কনস্টানটিনোপল বিজয় করবে। তাদের সেই বিজয়ী কমান্ডার কতই না সৌভাগ্যবান। সেই বিজয়ী সেনাদল কতই বরকতময়।"

এই হাদিসের কথা সকল সাহাবীরা জানতেন। যখন আমিরে মুয়াবিয়া ক্ষমতারোহন করেন তখন তিনি মনোবাঞ্ছা পোষণ করেন যে, আল্লাহর রাসুলের ভবিষ্যৎ বাণীটি আমার দ্বারা পূরন হউক। তিনি সে মহৎ উদ্দেশ্য সফল করার জন্য একটি সেনাবাহিনী তৈরি করেন। সে অভিযানে অংশগ্রহন করার জন্য অনেক সাহাবী যুদ্ধে অংশ নিয়েছিলেন।

ইয়াজিদ তখনও খোদার দুষমন হয়নাই। এমনকি আমিরে মুয়াবিয়ার উৎসাহে ইয়াজিদ এই বাহিনীতে ছিলেন। আমীরে মুয়াবিয়া চাচ্ছিলেন বরকতময় এই সংগ্রামে তাঁর পুত্রও শরীক হোন। আমীরে মুয়াবিয়ার ইন্তেকালের পরে ইয়াজিদ ক্ষমতা নিয়ে ক্ষতির কারণ হয়।

যাক, এই অভিযানের খবর পেয়ে অসুস্থ সাহাবী আবু আইয়্যুব আনসারী নিজের নাম লেখান। অথচ তিনি বিছানা থেকেই উঠতে পারছিলেন না। তাঁকে যুদ্ধে না যেতে অনুরোধ করার জন্য খোদ আমিরে মুয়াবিয়া তাঁর বাড়ীতে গিয়ে তাঁকে অনুরোধ করেন।

আবু আইয়ুব আনসারী (রাঃ) বলেন, আমি সে যুদ্ধে যাব, বাহিনী যুদ্ধে রওয়ানা হবার সময় আমাকে খাটিয়ায় করে নিয়ে যেতে হবে। যদি আমি পথে মারা যাই, তাহলে আমার মৃত লাশ কাঁধে করে বহন করে যুদ্ধের ময়দানের দিকে চলতে হবে। মুসলিম বাহিনী যে দূরত্বের জায়গা থেকে উল্টো ফিরে আসবে সেখানে আমার কবর দিবে। তারপরও আমি এই যুদ্ধে অংশ নিতে চাই।

বাকী কথা রিদওয়ান কবির সবুজের মন্তব্যে চলে এসেছে। এই কারণে বর্তমান ইস্তাম্বুলে তাঁর সমাধি রয়েছে।

যেহেতু যুদ্ধটি ছিল পবিত্র ও বহু লোভনীয়। তাই অনেকে অংশ নিয়েছে। কথা হল, আমিরে মুয়াবিয়া (রাঃ) যে যুদ্ধের আয়োজন করছে, সঙ্গত কারণে সে যুদ্ধের একটি গুরুত্বপূর্ন পদ তাঁর ছেলে ইয়াজিত পেতেই পারেন। কেননা ইয়াজিত তখনও একজন সাহাবী ছিলেন। তিনি যদি কোন পদ নাও পান তাহলে ঘটনাটি মিথ্যা নয় বরং পরিপূর্ন সত্য।

ঘটনা হল অন্যত্র! সেটা হল জাকির নায়েকের ভুল বের করতে হবে। জাকির নায়েক এমন নালায়েক মানুষ নন যে, তিনি ইতিহাস না জেনে উদ্ভট, উল্টা, পাল্টা কথা বলে দিবেন। যাক, আমিও জানিনা জাকির নায়েক কি বলেছেন, তবে ঘটনা হল এটি। আশা করি সবার উপকার হবে।
০১ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৭
275250
আনোয়ার আলী লিখেছেন : যাযাকল্লাহ। অনেক উপকৃত হলাম। আপনার দেয়া তথ্যগুলো অনেক কাজে লাগবে। ভাল থাকুন।
332973
০১ আগস্ট ২০১৫ রাত ০২:৫২
সঠিক ইসলাম লিখেছেন : Rajib Khaja হল ৯৯ টি লক্ববধারী ভন্ড পীর রাজারবাগীর মুরিদ। যেই পীরের বিখ্যাত পত্রিকা মাসিক আল-বাইয়্যিনাতে সকল মুসলিম দলকে কাফের বলে ফতোয়াবাজী করে থাকে।
০১ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৬
275249
আনোয়ার আলী লিখেছেন : সে মুসলিম কি অমুসলিম, আস্তিক কি নাস্তিক তা আমাদের আদৌ প্রয়োজন নেই। আমাদের দরকার তথ্য এবং সত্যটা।
332979
০১ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪৩
জ্ঞানের কথা লিখেছেন : সহিহ আল বুখারির হাদিস নং ২৯২৪ এটি।হাফেয ইবনে হাজার আসকালী সহীহ বুখারীর এই হাদীছের ব্যাখ্যায় বলেছেন, ‘কায়সারের রাজধানী’ই হচ্ছে ‘কুস্তুনতুনিয়া’। সুতরাং কোন সমস্যা নেই। দেখুন ফাতহুল বারী ঐ হাদীছের ব্যাখ্যা।
০১ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৩
275255
আনোয়ার আলী লিখেছেন : অনেক ধন্যবাদ। এবার তথ্য যাচাই এর কাজে লেগে পড়বো ইনশাল্লাহ। আমার কিছু তথ্য জানা দরকার। কিছু লোক রাজতন্ত্রের সমর্থনে ইয়াজিদের পক্ষে প্রচারণায় লিপ্ত হয়েছে। তাই তথ্যগুলো জানা দরকার।
০৩ আগস্ট ২০১৫ সকাল ০৮:১৭
275426
জ্ঞানের কথা লিখেছেন : শীয়াদের জন্য ইয়াজিদ বিষের মতো একটি ফোড়ার নাম। এরকম হলে তো কিছু করার নেই। একতরফা তথ্য যোগার করা থেকে বিরত থাকবেন আশারাখি। দু দিকের তথ্যই যোগার করে সবার সামনে নিয়ে আসবেন।

শিয়াদের কারনে ইয়াজিদ বাংলার মানুষজনের নিকট একটি ভয়ংকর মুর্তি। সাথে নিয়ামক যুগিয়েছে বিসাদ সিন্ধু নামক বানোয়াটি বই এর লেখক শিয়া মোসাররফ।
০৩ আগস্ট ২০১৫ রাত ০৯:১৪
275557
আনোয়ার আলী লিখেছেন : আমি বিশ্বাস করি, ইমাম হুসাইন ক্ষমতার লোভে কারবালায় যাননি। ইসলামী খেলাফত ব্যবস্থার ব্যত্যয় হওয়ায় তিনি যুদ্ধে গেছেন। আর তার হত্যাকারী সুফী লোক এটা ইতিহাস তো বটেই আমার ঈমান-আকিদাও বলে না। বেহেস্তের সর্দারকে যারা হত্যা করলো, তাদেরকে আমি আদৌ সমর্থন করি না। এর জন্যে আপনি আমাকে শিয়া বললেও আমি আমার ঈমান-আকিদায় অটল। ইয়াজিদের পক্ষে সাফাই গাওয়ার জন্যে রাজতান্ত্রিক দেশগুলো থেকে টাকা পাওয়ার লোভ আমার নেই।
০৩ আগস্ট ২০১৫ রাত ০৯:২২
275558
আনোয়ার আলী লিখেছেন : ভাল কথা, শীয়াদের জন্য ইয়াজিদ বিষের মতো একটি ফোড়ার নাম নয়, পৃথিবীর তাবৎ মুসলমানদের জন্যেও। শুধুমাত্র ক্ষমতার জন্যে যারা নবীর দৌহিত্রকে হত্যা করলো, তারা মুসলমান হতে পারে না। রাজতন্ত্রকে বৈধ করার জন্যে ইয়াজিদকে দরকার। অন্য কোন কারনে নয়।
332985
০১ আগস্ট ২০১৫ সকাল ১০:৩০
মোহাম্মদ লোকমান লিখেছেন : সবুজ ভাই এবং টিপু ভাইয়ের সাথে একমত।
০১ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৪
275256
আনোয়ার আলী লিখেছেন : ভাই আমিও একমত। মতামতের জন্যে অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File