কোরআনে আছে- ‘তোমরা ইহুদী ও খৃষ্টানদের বন্ধু হিসাবে গ্রহন করো না’ [৫:৫১] ‘কাফেরদের গর্দানে আঘাত কর’[৪৭:৪] তাহলে ইসলাম কি ইহুদী-খৃষ্টানদের ধ্বংস কামনা করে? মুসলমানেরা কি অমুসলিমদের বন্ধু হিসাবে গ্রহন করতে পারে না?

লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ২২ জুন, ২০১৫, ০৯:৩১:৪১ রাত



কোরআনের আয়াতের কোন শানে নুজুল ব্যতীত আয়াতের একাংশের বাংলা অনুবাদ নিয়ে নাস্তিকেরা ব্লগে ঝড় তুলছেন। আর নাস্তিকদের কথাই বলি কেন, আমাদের দেশের কাঠমোল্লারাও এ নিয়ে নানা বিদ্বেষ ও হিংসা ছড়াচ্ছেন, যা ইসলামের মুলে কুঠারাঘাত করছে। আসুন সুরা আল-মায়েদার ৫১ নং আয়াতের বাংলা অনুবাদটি দেখি-

হে মুমিনগণ! তোমরা ইহুদী ও খৃষ্টানদের বন্ধু এবং অভিভাবক রূপে গ্রহণ করো না। তারা পরস্পর পরস্পরের বন্ধু এবং অভিভাবক। এবং তোমাদের মধ্যে যে কেহ তাদের [বন্ধু এবং অভিবাবকরূপে] গ্রহণ করবে, সে তাদেরই একজন হবে। নিশ্চয়ই আল্লাহ্‌ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। (কোরআন ৫:৫১)

কোরআনের বাংলা অনুবাদে অনুবাদকগণ 'বন্ধু' ও 'অভিভাবক' শব্দ দুটি ব্যবহার করলেও মূল আরবীতে এই শব্দ দুটির প্রতিশব্দ রূপে দেয়া আছে 'আউলিয়া’ [অলি শব্দের বহুবচন]। বন্ধু আরবীতে সাদিক। কিন্তু আল্লাহপাক সাদিক ব্যবহার না করে আউলিয়া ব্যবহার করেছেন। আউলিয়া মানে অভিভাবক, তত্ত্বাবধায়ক, নিরাপত্তাদানকারী।

কোরআনের কোন আয়াতের কেবল বাংলা অনুবাদ পড়লে হয় না, মুল আরবীর সাথে মিলিয়ে দেখতে হয়। আয়াতের শানে নুজুল তথা ঐতিহাসিক প্রেক্ষাপটও জানতে হয়। এ সংক্রান্তে ইতিপূর্বে আলোচনা করেছি। আসুন এবার দেখি এ আয়াতের ঐতিহাসিক প্রেক্ষপট তথা কখন, কোথায় কি প্রেক্ষাপটে এ আয়াত নাজিল হয়েছিল। ইহুদী ও খৃষ্টানদের ক্রমাগত অত্যাচারে মুসলমানদের মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। মদিনা নগরীর অন্যান্য জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির শর্ত ছিল, এই নগরীর কোন গোত্র বা ধর্মীয়গোষ্টী বহিরাগত দ্বারা আক্রান্ত হলে সকলে মিলে তা প্রতিহত করবে। একে অপরের সহিত যুদ্ধ করতে পারবে না এবং কেউ চুক্তি ভঙ্গ করতে পারবে না। কিন্তু ইহুদীদের মধ্যে বানু কাইনুকাইরা চুক্তির শর্ত ভঙ্গ করে মুসলমানদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়।

ইসলাম-পূর্ব সময় থেকে মদিনার অনেক মুশরিক গোত্রের সাথে এই ইহুদী বানু কাইনুকাদের মৈত্রীতা ছিল। তাদের মিত্রতার শর্ত ছিল- কাইনুকাইরা আক্রান্ত হলে তাদের মিত্ররাও এগিয়ে যাবে। কিন্তু মদীনার মুশরিকরা ইসলাম গ্রহণের ফলে বানু কাইনুকাদের সমর্থনে তারা এগিয়ে যায়নি। নও-মুসলিমরা ইসলামী মিল্লাতের অংশ হয়ে যায়। এ অবস্থায় নও-মুসলিমদের করনীয় সম্পর্কে আল্লাহপাক এ আয়াত নাজেল করেন। এখানে কোন ব্যক্তিগত মিত্রতার কথা বলা হয়নি। বরং ঐসব চুক্তিভঙ্গকারী ইহুদী-খৃষ্টানদের নিরাপত্তা প্রদানকারী (Protectors) রূপে গ্রহণ না করার নির্দেশ দেয়া হয়েছিল।

সুরা মায়েদার ৫৭ নং আয়াতেও বলা হয়েছে, দ্বীনকে যারা খেল তামাশার বস্তুতে পরিণত করেছে, তাদেরকে বন্ধু বানিও না।

আল-কোরআনের সূরা মুমতাহিনার ১৩ নং আয়াতে বলা হয়েছে,

হে বিশ্বাসীগণ! যে সম্প্রদায়ের প্রতি আল্লাহ্‌ রুষ্ট হয়েছেন, ‘তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। ইতিমধ্যে তারা পরলোক সম্বন্ধে নিরাশ হয়েছে, যেমন নিরাশ হয়েছে অবিশ্বাসীরা তাদের কবরের সাথীদের বিষয়ে।’ (কোরআন ৬০:১৩)

খেয়াল করুন, এখানেও বেঈমান সম্প্রদায়ের সাথে মিত্রতা করতে নিষেধ করেছেন। কোন ব্যক্তির সাথে ব্যক্তির মিত্রতা নয়। তা-ও ইহুদী খৃষ্টান বলতে সাধারন ইহুদী-খৃষ্টানদের বুঝানো হচ্ছে না। যারা চুক্তিভঙ্গকারী, ইসলামের অনিষ্টকারী, মুসলমানদের ধন-সম্পদ লুন্ঠনকারী এবং ষড়যন্ত্রকারী কেবল তাদেরকেই বুঝানো হয়েছে। ইসলাম অপর ধর্মাবলম্বীদের সাথে কিরূপ ব্যবহার করতে হবে তার নির্দেশনা দিয়েছে। ইসলামী রাষ্ট্রে ধর্মের কারনে কেউ বৈষম্যের শিকার হবে না।

কেবল যারা চুক্তিভঙ্গকারী, বিশ্বাসভঙ্গকারী, ষড়যন্ত্রকারী তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এরূপ লোক যদি ব্যক্তি পর্যায়ে নিজের ভাইও হয়, তাহলেও সে পরিত্যাজ্য। তার সাথে আত্মিক বন্ধুত্ব হতে পারে না।

কোরআনে বলা হয়েছে,

‘আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদেরকে দেশ থেকে বহিস্কৃত করেছে এবং বহিস্কারকার্যে সহায়তা করেছে। যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই জালেম।’ (৬০:৯)

একই সূরার ৮ নং আয়াতে আল্লাহ বলেছেন,

‘ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিস্কৃত করেনি, তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালবাসেন।’ (৬০:৮)

কাজেই কাদের সাথে সম্পর্ক রাখা যাবে আর কাদের সাথে রাখা যাবে না-এ বিষয়ে কোরআন সুষ্পষ্ট করেছে। সাধারন ইহুদী-খৃষ্টান বা অন্য ধর্মাবলম্বীরা এর আওতার মধ্যে পড়েন না। অথচ আমাদের দেশের নাস্তিকেরা এসব বাংলা অনুবাদ তুলে এনে ব্লগে ফেসবুকে সাধারন মানুষের মধ্যে নানা বিভ্রান্তি ছড়াচ্ছেন। ভাবখানা এমন, কোরআন তো ইহুদী-খৃষ্টান বিরোধী। মুসলমানেরা অসভ্য জাতি। দুঃখজনক হলো, একই সাথে স্বল্প শিক্ষিত মোল্লারা এসব আয়াতের শানে নুজুল না জেনেই অমুসলিমদের বিরুদ্ধে নানা বিষোদগার করছেন, যা মানুষকে ইসলাম সম্পর্কে কেবল ভুল সংকেতই দিচ্ছে না, ইসলামের মুলেও কুঠারাঘাত করছে। অথচ ইহুদী নাসারাদের বিরুদ্ধে বিষোদগার না করলে যেন তাদের বক্তৃতাই জমে না।

আল-কোরআনের সুরা মুহাম্মদ-এর ৪নং আয়াতে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে কিভাবে যুদ্ধ করতে হবে তার বর্ণনা দেয়া হয়েছে। ‘কাফেরদের গর্দানে আঘাত কর’-এ আয়াতের একটা অংশ মাত্র। পুরো আয়াতটা না দিয়ে অসৎ উদ্দেশ্যে নাস্তিকেরা কেবল একাংশ প্রচার করছে এ কারনে, যাতে মানুষ বুঝতে পারে ইসলাম কাফেরদের গর্দানে আঘাত করতে বলে। ইসলাম বর্বর। এটা একটা অবুঝ শিশুও বুঝে যে, কাফেরদের গর্দানে আঘাত করতেই যদি কোরআন বলতো, তাহলে কোন ইসলামী রাষ্ট্রে কোন কাফের কি বাস করতে পারতো? অথচ ইসলাম সম্পূর্ণ বিপরীত কথাই বলে।

কোন অমুসলিম মারা গেলে কেউ কেউ তার জন্যে বদদোয়া করেন। এটা ইসলামী শিক্ষার সম্পূর্ণ বিপরীত। মুসলমান মরলে ‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন’ (আমরা আল্লাহর কাছ থেকেই আসি এবং তার কাছেই ফিরে যাই) পড়ার একটা রেওয়াজ প্রচলিত আছে। এটা কেবল কারো মৃত্যুতে নয়, সকল বিপদ আপদে পড়ার জন্যে আল্লাহ বলেছেন। এটা কোরআনের আয়াত। যত পড়া যায় ততই মঙ্গল। মুসলমানেরা কোন বিপদ ঘটলেই এ আয়াত পড়েন। এর সাথে মুসলিম অমুসলিমের মৃত্যুর কোন সম্পর্ক নেই। অমুসলিম মারা গেলে বদদোয়া করার কথা কোরআন হাদিসের কোথায় আছে?

বিষয়: বিবিধ

১৭০০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327140
২২ জুন ২০১৫ রাত ১০:৪১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চমৎকার লিখেছেন, জাযাকাল্লাহ খাইর
২২ জুন ২০১৫ রাত ১১:২০
269366
আনোয়ার আলী লিখেছেন : সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ। উৎসাহ পেলাম। নাস্তিকদের নানা বিভ্রান্তির জবাব দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
327141
২২ জুন ২০১৫ রাত ১০:৪১
আবু জান্নাত লিখেছেন : কাঠমোল্লারা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
327143
২২ জুন ২০১৫ রাত ১০:৪৪
শিহাব আহমদ লিখেছেন : ইসলামের সমালোচনাকারীদের জন্য এ লেখাটি একটি যথার্থ উত্তর। কুরআন ও হাদীস তফসীরসহ ভালভাবে অধ্যয়ন করে তবেই মন্তব্য করা উচিত। এরা যেহেতু ইচ্ছে করেই ইসলামের অবমাননা করছে, তারা যুক্তির ধার ধারে না। এদের চোখে ও অন্তরে বিভ্রান্তির পর্দা পড়ে গেছে। চোখ থাকতেও এরা অন্ধ, বোঝার মত একটা অন্তর থাকতেও এরা বোধশক্তিহীন। আল্লাহ্ এদেরকে শুভ বুদ্ধি দান করুন!
২২ জুন ২০১৫ রাত ১১:২০
269367
আনোয়ার আলী লিখেছেন : সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ। উৎসাহ পেলাম। নাস্তিকদের নানা বিভ্রান্তির জবাব দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
327157
২৩ জুন ২০১৫ রাত ০২:০১
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : যুক্তিপুর্ণ এবং গঠনমূলক পর্যালোচনা।
আসলে আমরা ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করতে পারিনা বলেই ওরা ইসলামের দোষ খুজে বেড়ায়। এটা আমাদেরই ব্যর্থতা।
আপনার বিশ্লেষণ ভাল লেগেছে।
২৩ জুন ২০১৫ রাত ০৯:৪৯
269470
আনোয়ার আলী লিখেছেন : আমি তাদের কিছু প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের মন্তব্য আমাকে সাহস যোগায়। সব প্রশ্নের উত্তরই কোরআনে আছে, কেবল একটু গবেষনা করতে হয়, তফসির পড়তে হয়, স্কলারদের লেখা এবং লেকচার শুনতে হয়। নাস্তিকদের জবাব দিতে আমরা তা করতে রাজি আছি। হয়তো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারনে সবক্ষেত্রে আমরা সঠিক জবাব দিতে পারছি না। তবে চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
327158
২৩ জুন ২০১৫ রাত ০২:০১
পললব লিখেছেন : ভালো লাগল। ধন্যবা।
327171
২৩ জুন ২০১৫ সকাল ০৬:০৭
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
মাশাআল্লাহ সুন্দর লিখেছেন। প্রতিউত্তর দেবার চেষ্টা করেছেন - আল্লাহ আপনাকে এ জন্য উত্তম পুরুষ্কার দিন।

ব্যাক্তিগতভাবে আমি সুরা মায়েদার ৫১ নং আয়াতের নিন্মোক্ত অনুবাদকে অধিকতর যুক্তযুক্ত মনে করি।

'ওহে তোমরা যারা পরিপূর্ন ঈমানদার - তোমরা (ঐ) ইয়াহুদী ও খৃষ্টানদের নিরাপত্তা-বিধানকারী বানিও না - যারা পরস্পর পরস্পরের নিরাপত্তা-বিধানকারী। আর তোমাদের মধ্যে যারা তাদের নিরাপত্তাবিধানকারী বানাবে - অবশ্যই তারা তাদেরই একজনে পরিগনিত হবে এবং জেনো আল্লাহ অমন পাপীদের পথ দেখান না'।

উপরোক্ত অনুবাদের ভিত্তিতে - আমি অনুভব করি এ আয়াতটি আল্লাহ ভবিষ্যতকেন্দ্রিক করেছেন। ঠিক যেমন তিনি ফেরাউনের লাশকে পরবর্তী জেনারেশানের জন্য সাইন হিসাবে সংরক্ষন করছেন বলে কোরানে জানিয়েছেন।

ইয়াহুদী ও খৃষ্টানদের মধ্যে কোন কালে, কোন সময়ে মিনিমাম বন্ধুত্ব ও ছিল না - এটা হিস্টিরিক্যাল ফ্যাক্টস্‌। ইয়াহুদীরা খৃষ্টানদেরকে সব সময়ই অবজ্ঞার চোখে দেখতো আর খৃষ্টানরা ইয়াহুদীদেরকে তাদের ঈশ্বর হন্তা হিসাবে জ্ঞান করতো। ঊনবিংশ শতাব্দীর শেষ প্রান্তে যখন ফেরাউনের লাশ আবিষ্কার হল, সাদা চামড়ার নন বনী ইসরাইলী ইয়াহুদীরা প্রথমবারের মত - ক্যাথলিসজম হতে বের হয়ে আসা বৃটিশ সাদা চামড়ার প্রটেস্টেন্ট খৃষ্টানদের সাথে বন্ধুত্ব করলো (এবং পরবর্তীতে তা ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানী ও ইতালীর হয়ে পুরো পাশ্চাত্যের সাথে সে বন্ধুত্ব বিস্তৃত হল) এবং তার ধারাবাহিকতায় ঐ ইয়াহুদী খৃষ্টানরা ১৯১৭ সালে জেরুজালেম দখল করলো, ১৯২৩ সালে কামাল আতাতুর্ককে দিয়ে খেলাফত বিলোপ করলো ও ইবনে সৌদকে বাদশাহ বানিয়ে (খলিফা নয়) - হেজাজকে সৌদী সার্বভৌমত্বের অধীনে এনে স্থায়ীভাবে খেলাফত কায়েমের সব পথ বন্ধ করে দিল এবং সে সাথে ইবনে সৌদ এর প্রটেকটরেট হল কিংবা বলা যায় সৌদি আরব তাদের আওলিয়া তথা নিরাপত্তাবিধানকারী বানালো এবং তারপরে গ্রাজুয়ালী মধ্যপ্রাচ্যের সব সরকার সহ মুসলিম প্রধান পাকিস্থান, মিশর, আলজিরিয়া, তিউনিশিয়া, তুরস্ক সহ প্রায় সব মুসলিম দেশ ঐ ইয়াহুদী খৃষ্টান মৈত্রীকে - নিজেদের নিরাপত্তাবিধানকারী হিসাবে কাগজে কলমে সাইন করে গ্রহন করলো তথা ইউ এন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী ৫ সদস্যের ৩ সদস্য যারা কোরানে উল্লেখিত মূল ইয়াহুদী খৃষ্টান বন্ধনের উপর প্রতিষ্ঠিত - জেনে শুনে বুঝে তা এক্সেপ্ট করলো।

এ নিয়ে আপনি আরো ভাবতে পারেন ও পড়ালিখা করতে পারেন - তাতে হয়তো আপনি চমৎকার অন্তঃদৃষ্টি লাভ করতে পারেন।

ব্যাক্তিগতভাবে আমি আপনার লিখার ৪ নং প্যারায় লিখা 'ইহুদী ও খৃষ্টানদের ক্রমাগত অত্যাচারে মুসলমানদের মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল' - এ অংশটুকুর সাথে দ্বিমত পোষন করি। আমার মনে হয় - এটা ফ্যাক্টচুয়াল নয়।

ধন্যবাদ, ভাল থাকবেন সব সময় এবং আপনার প্রতিবাদী কলম বন্ধ করবেন না।
২৩ জুন ২০১৫ রাত ০৯:৫৯
269471
আনোয়ার আলী লিখেছেন : আপনার মন্তব্য এ লেখাটাকে অনেক সমৃদ্ধ করেছে। আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে। আছে সময়ের সীমাবদ্ধতা। বর্তমান যুগের ফেসবুক ব্লগ ব্যবহার করে বাংলার নাস্তিকেরা ইসলামকে অহরহ প্রশ্নবিদ্ধ করে চলেছে। নাস্তিকদের প্রশ্নের জবাব যখন খুঁজে পাই, তা অন্যদের শেয়ার করি। নাস্তিকদের সব প্রশ্নের জবাবই আল-কোরআনে আছে। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারনে গবেষনা করে তা বের করতে পারছি না। আমি জানি, এর জন্যে প্রচুর পড়তে হবে, সংগ্রহ করতে হবে। আমি চেষ্টা অব্যাহত রেখেছি। আশা করছি সাথে পাবো। আপনার জন্যে আল্লাহর দরবারে দোয়া করছি। ভাল থাকুন।
327252
২৩ জুন ২০১৫ রাত ১১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার মনে হয় যে বাক্তিগত ক্ষেত্রেও বন্ধুত্বেয় আয়াতটি একটি বিষয়ে প্রযোজ্য সেটা হলো কেউ যেন বন্ধুত্বের কারনে কোন বিধর্মির আদর্শ এবং পরামর্শ গ্রহন না করে এবং তাকেই নিজের নিরাপত্তা বিধানকারি বানিয়ে না নেয়।
327394
২৫ জুন ২০১৫ রাত ০২:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নাস্তিকতার বিষবাষ্প ইদানীং বেশি ছড়িয়ে পড়েছে। আপনার লিখনী চালিয়ে যান, সাথে আছি.. অনেক ধন্যবাদ
২৫ জুন ২০১৫ রাত ১০:২৪
269770
আনোয়ার আলী লিখেছেন : সাহস ও প্রেরণা পাচ্ছি। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে।
327704
২৭ জুন ২০১৫ রাত ১০:৪৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : ব্লগ এবং ফেসবুকে নাস্তিকদের পদাচারণার যে হার সে তুলনায় আমাদের আলেম সমাজের উপস্থিতি প্রায় শুণ্যের কোটায়। সেক্ষেত্রে আপনার শ্রমসাধ্য এ লেখনির মূল্য অনেক বেশী। জাযাকাল্লাহ খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File