মাননীয় এ্যাডমিন :-১৫ তারিখেতো প্রতিযুগিতার শেষ দিন ছিল , ফলাফল কবে পর্যন্ত হবে বলে মনে হয়
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২২ জুন, ২০১৫, ০৯:০১:৪৯ রাত
প্রতিযুগি ভাগ্যবান লোকটিকে আমরা একটু চিনি না ! একসাথে অনেকদিন ব্লগিং করি অনেক লোকের সাথে , কিন্তু মেধা যাচাই হয়েছে এমন একবারের ফলাফল তো আমরা শুনি নাই। এবারই শুনলাম দেখলাম প্রতিযুগিতার আয়োজন ।
মাননীয় এডমিন :-১৫ তারিখেতো প্রতিযুগিতার শেষ দিন ছিল , ফলাফল কবে পর্যন্ত হবে বলে মনে হয়।
আমাদের যেই সকল ব্লগারা জয়ি হবেন ওনাদেরকে সেলিবারেট করতে হবে নয়কি ?
আবার একটি কথা তখন কিন্তু প্রতিযুগিতায় পুরুস্কার দিবেন বলেছিলেন কিন্তু কি সেটা বলেননি । ফলাফল ঘোষনা করলে সেটাও জানাইয়া দিবেন বৈকি!
ফলাফলের অপেক্ষায় থাকলাম দেখি আমাদের কোন পড়শি ব্লগার ভাই স্টান্ড করে।
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর এই বার অনেক লেখা পড়েছে মনে হয় তাই বিজয়ী ঘোষণা করতে সময় লাগছে। কে কি পুরুস্কার পাবে ঘোষণার দিন বলে দিবে।
আপনাকে ধন্যবাদ
বাবা
বিয়ের গল্প
মা
প্রিয়
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন