সৌদি আরব বিদআত মুক্ত। আসুন বিদআত -এর সাথে সাথে হালাল হারামগুলোও জেনে নিই-০২

লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ১৭ আগস্ট, ২০১৪, ১১:০৯:৪৫ রাত



১। যেহেতু মিছিল করলে রাজা বাদশাহদের কলিজা কেঁপে উঠে, তাই এসব বিদআত। ইসলামে মিছিল মিটিং নেই। ইসলামে আছে কেবল রাজা বাদশাহর আনুগত্য করা।

২। সালাফী মতবাদকে যারা পছন্দ করে না তারা শিরকী, বিদআতী। সালাফী ইমাম ইবনে তাইমিয়া এবং নাসিরুদ্দিন আলবেনী ছাড়া বাকিরা কমবেশী বিদআতী। আর যারা রাজতন্ত্রকে এবং ইয়াজিদকে সমর্থন করেছেন তারা পরিপূর্ণ ইসলামী।

৩। রাজতন্ত্রকে সমর্থন করে এমন সব কাজই হালাল। সমর্থন করে না এমণ সব কাজই বিদআত এবং শির্ক।

৪। ইসরাইল এবং মার্কিনীদের গালি দেয়া হারাম। এটা শির্কের পর্যায়ে পড়ে।

৫। নাগরিকদের বাক স্বাধীনতা হারাম।

৬। সৌদিতে আমেরিকার সামরিক ঘাটি রাখা হালাল। যারা এর বিরোধিতা করে তারা বিদআতী।

৭। সৌদিতে আমেরিকার সৈন্যরা যা-ই করুক না কেন, তা ইসলাম সম্মত। বিরোধিতা করলে শির্কী, বিদআতী।

৮। পৃথিবীর সমস্ত ইসলামী আন্দোলন শির্ক এবং বিদআত। এগুলোর স্থান ইসলামে নেই। এগুলো পাশ্চাত্যের তৈরী। ইসলাম হলো রাজতন্ত্র। আর কোন রকমের প্রতিবাদ না করাই হলো ঈমানের লক্ষণ।

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255335
১৮ আগস্ট ২০১৪ রাত ১২:১৫
বাজলবী লিখেছেন : সব ভন্ডামী।গদি হরানোর ভয়ে হালালকে হারাম অার হারামকে হালাল।
255538
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৪
আবু জান্নাত লিখেছেন : ইমরান ভাইকে পাওয়া গেল না যে.........
255651
১৮ আগস্ট ২০১৪ রাত ০৯:০২
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমার পোস্টগুলোতে অনেকেই শিরক ও বিদাত খুজে পান । একটা সময় তারা পেতেন না । কিন্তু যখন থেকে আমি সৌদি আরব নিয়ে লিখতে শুরু করলাম । তখন তারা আমাকে নাস্তিক-মুর্তাদ-কাফের-কাদিয়ানী-শাহবাগি মাওলানা ফরিদের চেলা ইত্যাদি উপাধিতে ভুষিত করলো ।


আমি মনে করি, তাদের উচিত আপনার এই লেখায় এসে সামান্য হলেও আপনার লেখার কথাগুলোকে যুক্তি দিয়ে খন্ডন করা ।
273121
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৪
সবুজ মিনার লিখেছেন : এতান করি ক'দিন খাবে হালারা? Waiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File