মুসলিম আমি

লিখেছেন লিখেছেন তরবারী ১৩ মে, ২০১৭, ০৯:৫৪:১৯ রাত

মোর এক হাতে যদি দাও সূর্য

আরেক হাতে চাঁদ

সম্রাজ্যের আর্ধেক এনে দিলেও তবু

থামবে না এ দাওয়াত।

গোটা বিশ্বের তিনিই মহাস্রস্টা

এক আল্লাহ জেনো

শান শওকতের করি নিকুচি

রব থাকে খুশী যেন।

এক কালেমার চলবে রে দাওয়াত

আপোষ কীসের ধরায়!

আল্লাহর জমিনে আল্লাহ কে ছাড়া

মুজাহিদ কারে ডরায়!

এনে যদি দাও সুন্দরী রমণী

ঝিলিমিলি জীবনের শান

শাহাদাত অঙ্গুলি উঁচিয়ে বলবোই

এক তিনি,আল্লাহ মহান।

বিষয়: বিবিধ

৯৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File