মোটা মাথা-চিকন মাথা।

লিখেছেন লিখেছেন তরবারী ০৮ মার্চ, ২০১৭, ০৩:২৮:৫০ রাত

পাকিস্তানীরা জাতে মাথা মোটা।কিছু চিকন বুদ্ধি দিয়ে বুঝবে না।গায়ের জোর খাঁটিয়ে বুঝবে।তাই বিশ্বব্যাপী তাদের পরিচিতি খুব জঘন্য।অথচ ভারতীয়রা সারাবিশ্বব্যাপী এতো শয়তান যে--- তবু তাদের নাম নেই কারণ!

“ছলের কাজ বলে হয় না”- সেটা অনেক ক্ষেত্রে আমরা বাঙ্গালীরাও কম বুঝি তবে পাকিস্তানী,আরব আর কালোরা এটা কখনোই বুঝে না।

৫২ তে ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল,খেয়েছে রাম ধোলাই।

৭১ এ দেশ কেড়ে নিতে চেয়েছিল,খেয়েছে গলা ধাক্কা।

আর ভারতীয়রা ?

ভাষার জাতির জন্য আস্তে আস্তে হিন্দি গিলিয়ে দিয়েছে।রাম ধোলাই খাওয়া তো দূরে থাক উপরি স্বাগতম জানিয়েছে সবাই,জানাচ্ছে সবাই।আর এখন কি জানাবে স্বাগতম বরং হিন্দিতে কথা বলতে পারলে মানুষ গর্ববোধ করে।

তাদের কেউ খেদাবে?

‘৫২ এর মত না বরং এখন তাদের খেদাতে গেলে উল্টা খেদানি খেতে হবে এমনকি মহামান্য আদালত ও লজ্জার মাথা খেয়ে তাদের পক্ষে রায় দিয়েছে।

ভাষা নিয়েছে আর স্বাধীনতা? ’৭১ এ ছিল তাড়ানোর মুক্তিযোদ্ধা আর এখন হল একীভূত হওয়ার মুক্তিযোদ্ধা।

উল্টোটা হওয়াতে তখন কিছু রাজাকার হয়েছিল আর এখন একীভূত হওয়ার বিপক্ষে গেলে হয় রাজাকার।

কুশীলব সব একই আছে,চরিত্রটা শুধু পালটিয়ে স্ক্রিপ্ট রাইটার আক্রোশের বদলে রোমান্টিকতা আর কমেডি জুড়ে দিয়েছে।

ব্যাস পঙ্গপাল বসে গেছে,তল দিয়ে আগুন লেগে পুড়ে যাচ্ছে টেরই পাচ্ছে না।উপর দিয়ে হাসতে হাসতে হার্ট ভালো রাখতেছে।

জয় বাংলা।

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File