আহা বসন্ত!

লিখেছেন লিখেছেন তরবারী ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ০২:০৯:১১ রাত

ফুল ফোটে নাই

তবে বসন্ত এসেছে ----

কেউ শুভেচ্ছা দেয় নাই,কাউকে দেইও নাই।

তারপরেও বসন্ত এসেছে।

বাসন্তী রং চিনি না,তারপরেও বসন্ত এসেছে।

----

ডেন্টিস্টের সাথে কথা বলতে বলতে সে বলল,

এখন অনেকের উইজডম টিথ (বাংলায় বলি আক্কেল দাঁত) হয় না।

এর কারণ হিসেবে বলল রিফাইন করা খাবার খেতে খেতে সামগ্রিক সবকিছুর ই পরিবর্তন হয়ে যাচ্ছে আর তার প্রভাবে উইজডম টিথ হয় না বা অদূর ভবিষ্যতে এই দাঁত বলে কিছু থাকবে না।এর আরো কিছু ব্যাখ্যা ও বলেছে।

তো হচ্ছে টা কি?

অনেক বড় সেলিব্রেটি?

শান্তি তো নাই।

বিশাল প্লেইট সামনে,কিন্তু আপনি খেতে পারছেন না।

তার চেয়ে কম চাহিদা আর কম ভাব নিলে জীবন সহজ হয়,সুন্দর হয়,বেঁচে থাকা মধুর হয়।

বসন্ত,ফাগুন,আগুন আর হাগ,কিস বন্ধু দিবস কি আগের মত শক্তিশালী মানবতা দিতে পেরেছে?

“গ্রামের নওজোয়ান,হিন্দু মুসলমান,

...........................

আগে কি সুন্দর দিন কাটাইতাম !”

হুম,আগের দিনগুলোতে জীবন ছিল,এখন আছে দৌড়--- থামার উপায় নাই--- জন্ম গ্রহণ করো আর মরে যাও --- মাঝখানে শুধু দৌড়াও ----

মাঝখানে অন্যকে চেনা তো দুরে থাক,নিজেকেই চেনার সময় হয়ে উঠে না।

বিষয়: বিবিধ

৯১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File