শিক্ষাই জাতির মেরুদণ্ড !!

লিখেছেন লিখেছেন তরবারী ২০ জানুয়ারি, ২০১৭, ০৪:৩৫:৪১ রাত

শিক্ষাই জাতির মেরুদণ্ড এই প্রবাদ বাক্যের ভাবসম্প্রসারন বিশাল।

তবে আমরা সারমর্ম নিয়েই অল্প বিদ্যা ভয়ঙ্করী ধরনের উদ্ধার উদ্ধার খেলা খেলি।

শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তবে জাতি কেন আজ আত্রা,ল্যাংড়া আর প্যরালাইসড !!

বাংলাদেশের প্রেক্ষিতে “শিক্ষাই জাতির ঘুণ।”

সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুণের মত কুড়ে কুড়ে খাচ্ছে।

স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথের পাল্লা দিয়ে বাড়ছে ছাত্র আর ছাত্রী --- আর বাড়ছে বেয়াদপ,মাস্তান,সন্ত্রাসী,দুর্নীতিবাজ,দেশদ্রোহী,চোর আর ডাকাত।

সম্মান পড়ে সম্মান করাটাই আজ ভুলে গেছে।

ডিগ্রী দিয়ে কিনেছে ডাকাতির লাইসেন্স।

একদল হচ্ছে অহংকারী,ভিতরে ফাঁকা গ্রাজুয়েট বা ডিগ্রিধারী।

স্বাধীনতা আমাদের মুক্তি দিতে পারেনি,দেশ আমাদের স্বাধীনতা দিতে পারেনি তেমনি শিক্ষাও আমাদের আলো দিতে পারেনি।

শুধু অন্ধকার আর অন্ধকারই দিয়ে যাচ্ছে।

শিক্ষা আছে কিন্তু জ্ঞান নেই,প্রদীপ আছে কিন্তু আলো নেই।বই আছে কিন্তু সেই আদর্শ ধারাপাত আর নেই।

জাতি মহামারীতে আক্রান্ত কিন্তু একজন সাত সাগরের মাঝির দেখা কি আর পাবো না!!

বিষয়: বিবিধ

৮৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File