ইসলামী ব্যাঙ্কের ইন্তিকাল-মউলোভীদের আশা পূরণ।

লিখেছেন লিখেছেন তরবারী ০৬ জানুয়ারি, ২০১৭, ০৭:৩৮:২৭ সকাল

অবশেষে কথিত তসবিহ ওয়ালা মউলোভীদের ইচ্ছা পূর্ণ হল।ইসলামী ব্যাঙ্ক ইন্তেকাল ফরমায়েছে।

আলহামদুলিল্লাহ্‌ বলে আগে বাড়ুন।

আর হ্যাঁ এর মাধ্যমে সরাসরি সুদী ব্যাঙ্কের এগিয়ে যাওয়া আরও কয়েক ধাপ প্রসারিত হল।সুদ আর সুদের ভাবধারা আরও সম্প্রসারিত এবং উৎসাহিত হল।

মাশাআল্লাহ আর সুবহানআল্লাহ বলে আগে বাড়ুন।

আমি নাউজুবিল্লাহ বলছি,আল্লাহ্‌র কসম আপনি নাউজুবিল্লাহ বলবেন না।

কেন?

কারণ আপনি সে অধিকার রাখেন না। যে ইসলাম কল্যাণের নিমিত্তে এসেছিল আপনারা সেটা হিংসা,কামড়াকামড়ি আর ফতোয়ার ইসলাম বানিয়েছেন।

আপনারা কল্যাণের জন্য একটা কাজও আজ পর্যন্ত করতে পারেননি।বরং যারা সামাজিক এবং অর্থনৈতিকভাবে কল্যাণমূলক কিছু কাজ করার চেষ্টা করেছে বা করছে অত্যান্ত দুঃখজনক হলেও বাস্তব এবং জঘন্যতম সত্য হল আপনারা তার ধারাই ব্যাহত করার সংগ্রামে ব্যাস্ত।

সুদ বন্ধ করায় আপনাদের কোন উদ্যোগ নেই কিন্তু ইসলামী ব্যাঙ্ক বন্ধের হেন চেষ্টা আপনারা বাকী রাখেন নাই। আমার ব্যাক্তিগত মতামত হল যদি এই ব্যাংকিং ব্যাবস্থায় কোন ভুল থেকেও থাকতো তবে তাকে শুধরিয়ে বা আপনাদের সমস্ত জ্ঞান দিয়ে অর্থনৈতিক মুক্তি সাধনের লক্ষ্যে শুদ্ধি অভিযান হিসেবে এটা ঠিক করে দেয়ার বা নতুন আরেকটি প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনাদের ছিল এবং সেই সাথে সমস্ত সুদী ব্যাঙ্ক বন্ধের জন্য জিহাদ ঘোষণা করার দরকার ছিল।

জি আপনারা ছাতা ধরে জিহাদ করেছেন স্রোতের অনুকূলে মানে সুদী কারবারিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে।

আজ সমাজে সুদকে প্রতিষ্ঠার জন্য আপনাদের অজ্ঞতাই দায়ী।বলছি না আপনারা গোমরাহ তবে শয়তান আপনাদের কে চায়।এতে কোন সন্দেহ নাই।

আপনাদের আন্দোলন বাতিলের উৎখাত করে হক্ব ও সত্যকে প্রতিষ্ঠা না বরং বাতিল যেন আপনাদের ওয়াজ করে পয়সা ইনকাম করা এবং মাদ্রাসা চালিয়ে পেট চালানোর সুযোগ দেয় সেইজন্য মাঝে মাঝে তাদের বিরুদ্ধে গর্জে উঠেন তবে বাতিল দূর করার জন্য কখনোই নাই যেমন আপনারা সবসময়ই বলেন ক্ষমতায় আপনারা থাকুন আমাদের আপত্তি নাই আমরা ক্ষমতা নিয়ে কিছু বলতে আসি নাই শুধু আমাদের ব্যাবস্থায় হাত দিবেন না - এই হল আপনাদের দাবী যা ধিক্কার পাওয়ার যোগ্য।

জামায়াতের মাথা কাটা গেছে - আপনারা আনন্দিত।

ইসলামী ব্যাঙ্ক গেছে - আপনারা উদ্ভেলিত।

শফি সাহেব ও উনার ছেলে জমি আর টাকা পেয়েছেন - আপনারা আহ্লাদিত।

শয়তান মাসুদ আপনাদের নেতা হয়েছেন - আপনারা পুলকিত।

সংসদ থেকে ইসলামী বক্তৃতা শেষ হয়েছে - আপনারা প্রফুল্লিত।

বেদায়াতি সুন্নি আন্দোলনের অন্যতম বড় নেতার একটি কথা দিয়ে লিখাটি শেষ করছি।এক ওয়াজে উনি বলেছেন সংসদে যেন বিবাহের জন্য মেরেজ ফান্ড গঠনের একটা আইন পাশ হয় এবং আমরা আশা করি একদিন সংসদে ইসলামী দৃষ্টিকোণ থেকে যৌতুক প্রথা দূর করনে হালাল বিয়ের লক্ষ্যে এই আইন পাশ হবে।

তার আর তাদের অনুসারীদের জিজ্ঞাসা করতে চাই সংসদে না যাওয়ার চেষ্টা করে তসবিহ আর মেসয়াক নিয়ে সেই আইন পাশ করার স্বপ্ন আপনারাও দেখেন?

আপনারা শুধু বদরের ফেরেশতাদের সাহায্য চান বদরের সাথীদের মত হিম্মত আর ঈমান আনার সময় তসবিহ নিয়া জিকির শুরু করেন আর বলেন ইসলাম শান্তির ধর্ম।

খানাপিনা আর জিকিরে জিকিরে শান্তির ধর্ম ভাই

তায়েফের মত দাবী তুললে আমি আর যে নাই

কাতারে কাতারে আসবে ফেরেশতা,গায়েবে হবে কাজ

বদরের মত লড়তে বললে,তুই ইহুদীদের নির্যাস।

বিষয়: বিবিধ

৯৯৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381165
০৬ জানুয়ারি ২০১৭ দুপুর ১২:৪৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমার নিকটাত্মীয় বা বন্ধুদের কারো মৃত্যুতে এতোটা কষ্ট পাইনি!!
যদিও "মৃত্যু অবধারিত" সত্যের মতই এমন ঘটনার জন্য আশংকিত ছিলাম!!

আল্লাহু মুস্তায়ান!! Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File