বিএনপির আন্দোলন

লিখেছেন লিখেছেন তরবারী ১২ নভেম্বর, ২০১৬, ০২:০৩:০৬ রাত

সেদিনই হবে আন্দোলন,মিলবে যেদিন অনুমতি

প্রধানমন্ত্রী দয়া করেন,পাল্টান একটু মতগতি।

ঈদের পরে আন্দোলন বলছি আমরা করবোই

অনুমতি না দেন যদি কেমনে বলি লড়বোই!

দেশের সবাই চায় আমাদের,আমরা কি ডরাই

অনুমতি দিয়েই দেখেন দেখাবো মোদের বড়াই।

মোদী,ইউনুস সব শালা বেঈমানের যে দল

আপনারা যদি দেন সাহস বুকে পাই যে বল।

বাড়ি নিছেন,অফিস নিছেন,নিছেন বাদাম সব

আমরা সবাই ভাই ভাই,আসেন করি কলরব।

মানির মান আল্লায় রাখে,ওসব নিয়া ভাবি না

অনুমতি দিয়া দেখেন,কাউরে আমরা ছাড়ি না।

বিনা সায়ে কেমনে দাড়াই,ঈদ যাক আর পার্বণ

মানি না অবৈধ সরকার,উপছে উঠছে গর্জন।

আন্দোলন আন্দোলন,বিশাল রকম আন্দোলন

অনুমতি মিললে তবে,হবে সরকার পতন।



বিষয়: Contest_priyo

১৪৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379653
১২ নভেম্বর ২০১৬ রাত ০২:১৩
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ /
379660
১২ নভেম্বর ২০১৬ সকাল ১০:২৩
হতভাগা লিখেছেন : জামায়াতের সাথে দোস্তী আওয়ামী লীগকে করে লাভবান আর বিএনপির করে লোকসান ।

জামায়াত আজকে যে দৌড়ানীর উপর আছে সেটা তাদের ১৯৯৪-৯৬ এর ইগোনেসের জন্যই হয়েছে । দূরদর্শি রাজনীতির দাবীদার জামায়াতের মাথাতে সামান্য মগজও যদি থাকতো তাহলে তারা ১৯৯১ এর সাথী বিএনপির সাথে গুটিবাজি করতো না আওয়ামী লীগের পক্ষ হয়ে ।

৭১ এর পাকিবাজেরা নিজেদের নাক কেটে চরমভাবে ফাঁসিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধাদের দল বিএনপিকে , যে মুক্তিযোদ্ধাদেরকে তারা দেখতে পারে না সেই ৭১ থেকেই।
379675
১২ নভেম্বর ২০১৬ রাত ০৮:৪৯
স্বপন২ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File