তিতা অভিজ্ঞতা

লিখেছেন লিখেছেন তরবারী ২২ অক্টোবর, ২০১৬, ০২:৫২:২১ রাত

সালটা ঠিক মনে নেই,২০০৬ হবে হয়তো।

মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ময়মনসিংহে ওয়াজ করতে যাবেন।আওয়ামীলীগের ধর্মনিরপেক্ষরা এক গাট্টা,ওয়াজ করতে দিবে না মানে আসতেই দিবে না।যাই হউক গনজোয়ার রুখতে যায় নি।

নিদৃষ্ট দিনের নিদৃষ্ট সময়েই সব আয়োজন সম্পন্ন হল।

মজার ব্যাপার ঘটলো এর সাথেই।

আওয়ামীলীগ যা পছন্দ করে না তাবলীগ ও তা পছন্দ করে না,তাই মনে হল।

এলাকার তাবলীগের মুরুব্বীরা আর মহিলা তাবলীগের মুরুব্বিয়ানে কেরাম তাদের প্রোগ্রামে কর্মীদের নিষেধ করে দিলো,কোনভাবেই যেন এই ওয়াজ মাহফিলে না যায়।এবং একরকম শপথ নেয়া হল।

তো সেই সময়ের অবস্থার প্রেক্ষিতে আমি ময়মনসিংহে সাইদি সাহেবের নিরাপত্তা টীমের সদস্য ছিলাম।আবার আমার মা ও মহিলে প্যেন্ডেলের কোন একটা দায়িত্বে ছিলেন।

তাবলীগের আমীর কর্মীদের শপথ পড়িয়ে দেখলাম নিজেই হাজির,আমার মা বলল মহিলা তাবলীগের কেউ নাকি বাকী ছিল না।

আবু জেহেল,লাহাব,মুগিরা দের কথা মনে পরে গেলো।সবাই শপথ করে নেতারা ঠিকই রাতের অন্ধকারে কুরআন শুনতে সবার আগে উপস্থিত হত।

লোকে বলে তাবলীগ হল আওয়ামীলীগের বর্ম মার্কা ধর্মীয় শাখা।আমি অবশ্য টের পেয়েছিলাম ২০০১ এ।অপারেশন ক্লিন হার্টের সময় সকল কুখ্যাত ব্যাক্তিরা তাবলীগে তাদের মৌসুমি সময় দিয়েছিল।ইজতেমা বাড়ছে,এরশাদও যায়,হাসিনাও যায়,বেনজিরও যায়,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও শুভেচ্ছা জানায়।

এলাকায় এলাকায় কুখ্যাত ব্যাক্তিরা তাদের সম্মান করে,নিরাপত্তা দেয়,বাসায় দাওয়াত করে খাওয়ায়।(চিন্তাশীলদের জন্য নিজের চোখ দিয়ে নিজের এলাকায় নিবিড়ভাবে অনুসন্ধান করে দেখার পরামর্শ রইলো)

ইবনে তাইমিয়া বলেছিলেন,

"তুমি সঠিক ইসলামী দল চিনবে কিভাবে?যখন দেখবে বাতিল শক্তি সমস্ত কিছু নিয়ে কোন ইসলামী দলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তখন সেই দলটিই মূলত হক্বের উপর প্রতিষ্ঠিত।"

কারণ বাতিল তো হক্বকেই ফুঁৎকার দিয়ে উড়িয়ে দিতে চায়।সমগোত্রীয় দেখে তো আর গাত্রদাহ হবে না।

লন্ডনে থাকাকালীন একজন সম্মানিত তাবলীগের আমীর বেড়াতে এসেছিলেন বাংলাদেশ থেকে।জিজ্ঞাসা করলাম,দেশ যে শেষ হয়ে যাচ্ছে,আল্লাহ তো প্রতিবাদ করতে বলেছে,প্রতিবাদ করছেন না যে বা করবেন না?

উনি উত্তর দিলেন সময় আসেনি এসব এর,মুব্বিয়ানে কেরাম এসব রাজনীতি পছন্দ করেন না।আমরা কোন রাজনীতির মধ্যে নাই।

এটা একটু পড়ে নিতে

যাই হউক নামায পড়ে না জনগণ ও আমাকে হয়তো আজকে ছিঁড়ে খাইতে চলে আসবে।

আর তার সাথে যদি যোগ করি আওয়ামীলীগের বন্ধু প্রতিম সংগঠন চরমোনাই এর কথা!!

আচ্ছা ওইটা না হয় পরের পর্বের জন্যই রাখলাম।

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378904
২২ অক্টোবর ২০১৬ সকাল ০৫:০২
আকবার১ লিখেছেন : চমৎকার লেখা। চালিয়ে যান।



ইবনে তাইমিয়া বলেছিলেন,

"তুমি সঠিক ইসলামী দল চিনবে কিভাবে?যখন দেখবে বাতিল শক্তি সমস্ত কিছু নিয়ে কোন ইসলামী দলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তখন সেই দলটিই মূলত হক্বের উপর প্রতিষ্ঠিত।" ভিডিও দেখুন।
২৭ অক্টোবর ২০১৬ রাত ০৩:৫৩
313970
তরবারী লিখেছেন : শোকরিয়া
378914
২২ অক্টোবর ২০১৬ সকাল ০৬:১৯
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : সুন্দর লেখা অনেক ধন্যবাদ পিলাচ। তবে 'ওয়াজ কোর্টে যাবেন' হবে না।
হবে ওয়াজ করতে যাবেন।
২৭ অক্টোবর ২০১৬ রাত ০৩:৫২
313969
তরবারী লিখেছেন : ধন্যবাদ
378915
২২ অক্টোবর ২০১৬ সকাল ০৭:৩৫
হতভাগা লিখেছেন : জামায়াতের নামে প্রপাগান্ডা ছিল যে- তারা নাকি বেহেশতের টিকিট দেয় ?
২৭ অক্টোবর ২০১৬ রাত ০৩:৫২
313967
তরবারী লিখেছেন : একটা উদাহরণ দেই -- কাফের রা রাসুলুল্লাহ (সাঃ) কে পাগল,যাদুকর বলতো ---
বাতিল নানা রঙ্গের প্রোপাগান্ডাই তো প্রতিদিন করে যাচ্ছে --- কতগুলার জবাব দিবো ?
২৭ অক্টোবর ২০১৬ সকাল ০৮:১০
313971
হতভাগা লিখেছেন : আমারটার জবাবই দেন
378963
২৩ অক্টোবর ২০১৬ সকাল ০৭:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাবলিগ কে এখন আওয়ামি নিয়ন্ত্রনে নেওয় হয়ে গেছে!
২৭ অক্টোবর ২০১৬ রাত ০৩:৫২
313968
তরবারী লিখেছেন : ব্যাপারটি নিজেই বুঝে নেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File