মিথ্যাবাদী শাসক

লিখেছেন লিখেছেন তরবারী ১৮ অক্টোবর, ২০১৬, ০১:১২:৪২ রাত

দুর্বিনীত এ মিথ্যার ধারা

আমাকে করেছে সন্দিহান

অগণিত তোমার বানানো কথা

তোমায় গড়েছে মহীয়ান।

তুমি রত্ন,তুমি মানস কন্যা

উপাধিতে উন্নত সব

উল্লাসে তোমার হৃদ জাগে

ভক্ষণ করে শব।

তুমি ত্রাতা,আলো আশার

আরও কত যে বাহারি

মসনদ ওই সোনা খচিত

কেড়ে মুর্দার তেহারি।

ভারী শীতল নয়ন জোড়া

আলেয়ার আলো ঝিলিক

শত ক্ষপা বক্ষে মজুদ

বিয়ানের কুফা শালিক।

তুমি মা!তুমি মা! তুমি মা!

ডাইনী তবে কে ভবে

কত লহুতে উদর ভরাবে

জবাব কি একটু দেবে!

তবু তুমি মহান,মহীয়ান

পাগলেরা করবে বয়ান

জবান মোর কেড়ে নিবে তো

এটাই তো তোমার শান!

বিষয়: বিবিধ

৯৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378790
১৮ অক্টোবর ২০১৬ রাত ০১:২৫
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ / পিলাচ
১৮ অক্টোবর ২০১৬ দুপুর ০১:৩৭
313749
তরবারী লিখেছেন : শোকরিয়া
378797
১৮ অক্টোবর ২০১৬ রাত ০৪:৪৩
১৮ অক্টোবর ২০১৬ দুপুর ০১:৩৭
313748
তরবারী লিখেছেন : ভাই মাইনাস এর জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File