এ কাফেলা
লিখেছেন লিখেছেন তরবারী ০২ অক্টোবর, ২০১৬, ০৩:১০:২৫ রাত
এ কাফেলা দুরন্ত,
দুর্বার,দুর্বহ,প্রবল অপ্রতিরোধ্য
সামনেই ছুটবে,ছুটবেই ছুটবে
বাঁধা দেয় আছে কার সাধ্য !!
খুনের ফোয়ারা দেখে জেগে উঠে প্রাণ
দৃঢ় হয় যে সব চিত্ত
ফাঁসীর মঞ্চ চেয়ে শপথ নিলাম
এ শপথই মোদের বিত্ত।
আমরা জাগ্রত সদা অবিরাম
পৃথিবীর মাঝ থেকে প্রান্ত
সত্যের সেনানী,সত্যের আহবানে
মোরা চির উন্নত অনন্ত।
বাতিলের মসনদ ভেঙ্গে দিয়ে সন্মুখে
খোদার আদেশে বাধ্য
সামনেই ছুটবে,ছুটবেই ছুটবে
বাঁধা দেয় আছে কার সাধ্য !!
বিষয়: বিবিধ
৯২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন