প্রতিরোধ চাই
লিখেছেন লিখেছেন তরবারী ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৪৮:৪৩ বিকাল
আসল কথা ইসলাম দেখলেই গা জ্বলে,সব কিছুকে নেগেটিভ বানাতে হবে।কারণ ইসলাম থাকলে তো তাদের ফষ্টি নস্যটি জমে না।এই করতে করতে এখন তো স্বাধীন নামের জানোয়ার এর চেয়েও অধম হয়ে গেছে।
তাই কোরবানি নিষিদ্ধ করতে হবে।কিন্তু সরাসরি তো সম্ভব না।
কি করতে হবে?
জীবে দয়া দেখাতে হবে,ওরে ভালোবাসা,চুইয়ে চুইয়ে পড়ে না,একদম ঢেউয়ে ঢেউয়ে পড়া শুরু করলো।
অবশেষে বৃষ্টি ও হল,মওকা মিলে গেলো।
পেইন্টার ডাকো,রং মিশাও --- ছবি প্রকাশিত ----
ক্রোকোডাইল টিয়ার্স(মায়া কান্না) শুরু হল ---
লন্ডনে থাকে এক ভদ্রলোক (হারে হারামজাদা টাইপের সব চিন্তা ভাবনা আর পোস্ট তার) সে একটা আল্পনার ছবি আর এক পাশে রক্তের স্রোতের ছবি দিয়ে বলল,
আল্পনা হল বাঙ্গালীর,রক্ত হল মুসলিমের --- এখন চয়েস আপনার কোনটা নিবেন!!!
আহারে --
কয়েকদিন আগে দেখলাম আয়েশ করে মাংস পোলাও খাচ্ছে,ছবিও আপলোড দিয়েছে উইদ দ্রিঙ্কস -----
সেই শয়তান কোরবানির সময় দরদে দরদে -----
এইসব শয়তান গুলো চূড়ান্ত রকম ষড়যন্ত্রের অংশ হিসেবে মুনাফিকির সর্বনিন্ম পর্যায়ে পৌঁছে এমন সব কর্মকাণ্ড করছে ----
সময় আর হাতে নেই --- প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিতে হবে ---- এরা ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে,তর্ক করে সমাধান আসবে না।
সাধারণ দের সচেতন করে সঠিক ম্যাসেজ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
বিষয়: বিবিধ
৮৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ এসব খাওয়ার জন্য ও গরীবদের মাঝে বিলিয়ে দেবার জন্য হয় না ।
নাস্তিক ও ইসলামবিদ্বেষীদের দেশেই এই কাজ হচ্ছে ।
মন্তব্য করতে লগইন করুন